Samakal:
2025-05-15@05:02:27 GMT

বেশি বেশি বললেও ক্ষতি সীমিত

Published: 15th, May 2025 GMT

বেশি বেশি বললেও ক্ষতি সীমিত

ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাত ছিল দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ। লড়াইটি চলে তাদের বিশাল সীমান্ত বরাবর; দুই দেশে গভীর রাতে আকাশ (বিস্ফোরণে) আলোকিত হয়ে ওঠে। এ সময় গুলির লড়াইয়ের পাশাপাশি উভয় পক্ষ তথ্যযুদ্ধও শুরু করে।

গতকাল বুধবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, উভয় দেশ একে অপরের বিমান প্রতিরক্ষা পরীক্ষার জন্য ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পরে দুই দেশের গণমাধ্যমে হামলার বিষয় নিয়ে ব্যাপক অতিরঞ্জিত বর্ণনা তুলে ধরা হয়। কিন্তু স্যাটেলাইট চিত্র পরীক্ষা করে দেখা গেছে, আক্রমণ ব্যাপক হলেও দাবির চেয়ে ক্ষয়ক্ষতি ছিল অনেকটাই সীমিত। বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের স্থাপনায়। কার্যত বিশ্ব উচ্চপ্রযুক্তির যুদ্ধের একটি নতুন যুগে প্রবেশ করেছে, যা দ্রুতই গ্রহণ করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকা দুই দেশ।

উভয় পক্ষের সশস্ত্র বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। ভারত পাঁচজন ও পাকিস্তান ১১ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ভারতের জন্য সবচেয়ে বড় আঘাত বিমান হারানো। ঠিক কতটি বিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান, তা নিশ্চিত করেনি দিল্লি। কর্মকর্তা ও কূটনীতিকরা বলছেন, কমপক্ষে দুটি বিমান হারিয়ে গেছে। হতে পারে এ সংখ্যা সম্ভবত আরও বেশি।

ভারত যেখানে স্পষ্ট এগিয়ে আছে বলে মনে হচ্ছে তা হলো– পাকিস্তানের সামরিক স্থাপনা ও বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা। যুদ্ধের শেষ অংশটি ছিল প্রতীকী হামলায় ভরপুর। শক্তি প্রদর্শনের চেয়ে তখন দুই পক্ষ একে অপরের প্রতিরক্ষা ক্ষমতার ওপর আক্রমণ চালায়। হামলার আগে ও পরের দৃশ্য উচ্চ-রেজল্যুশনের উপগ্রহ চিত্রে দেখা যায়। এতে দেখা গেছে, ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের স্থাপনাগুলোর ক্ষতি বর্ণনার চেয়ে সীমিত ও সুনির্দিষ্ট।

পাকিস্তানের বন্দরনগরী করাচি থেকে ১০০ মাইলেরও কম দূরে অবস্থিত ভোলারি বিমানঘাঁটি। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তারা একটি বিমানের হ্যাঙ্গারে নির্ভুল আঘাত করেছেন। উপগ্রহ চিত্রে হ্যাঙ্গারের মতো দেখতে বস্তুর স্পষ্ট ক্ষতি দেখা গেছে।

পাকিস্তানের সেনাবাহিনীর সদরদপ্তর ও দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রায় ১৫ মাইলের মধ্যে অবস্থিত ও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার তত্ত্বাবধান ও সুরক্ষাকারী ইউনিট থেকে অল্প দূরত্বের নূর খান বিমানঘাঁটিটি সম্ভবত ভারতের সবচেয়ে সংবেদনশীল লক্ষ্যবস্তু ছিল। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বিশেষভাবে পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির রানওয়ে ও অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। স্যাটেলাইট ছবিতে ক্ষতির চিত্র দেখা গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা বিমানঘাঁটিতেও আঘাত হানে ভারত। 

পাকিস্তানের সেনাবাহিনী দুই ডজন ভারতীয় সামরিক স্থাপনা ও ঘাঁটি তালিকাভুক্ত করেছে, যেগুলো তাদের বাহিনী লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে। ভারতীয় কর্মকর্তারা চারটি বিমানঘাঁটিতে ‘সীমিত ক্ষতি’ স্বীকার করলেও তারা খুব কম বিবরণ দিয়েছেন।

পাকিস্তান যেসব স্থানে আঘাত হানার দাবি করেছে, তার স্যাটেলাইট চিত্র সীমিত। এখনও পাকিস্তানি হামলায় ক্ষয়ক্ষতির স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি; এমনকি যেসব ঘাঁটিতে সামরিক পদক্ষেপের প্রমাণ রয়েছে, সেখানেও। পাকিস্তানের কর্মকর্তারা বলেন, তাদের বাহিনী উধমপুর বিমানঘাঁটি ‘ধ্বংস’ করেছে। একজন ভারতীয় সেনার পরিবার ঘাঁটিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ১২ মের একটি ছবিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত লক ষ য ত কর ছ সবচ য

এছাড়াও পড়ুন:

গুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ফেলায় গুগলের বিরুদ্ধে মামলা মেক্সিকোর

গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব মেক্সিকো’র বদলে ‘গালফ অব আমেরিকা’ দেখা যাওয়ায় গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো। বিতর্কের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির ফেডারেল সংস্থাগুলোকে ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহার করার নির্দেশ দেন। ট্রাম্পের এই আদেশের পর গত ফেব্রুয়ারি মাসে নিজেদের মানচিত্রে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ফেলে গুগল। নতুন এ পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা গুগল ম্যাপসে উপসাগরটির নাম ‘গালফ অব আমেরিকা’ দেখতে পেলেও মেক্সিকোতে বসবাসকারীরা আগের নাম অর্থাৎ ‘গালফ অব মেক্সিকো’ দেখতে পাচ্ছেন। শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাদে অন্য দেশ থেকে ‘গালফ অব মেক্সিকো’র নাম গালফ অব মেক্সিকো (গালফ অব আমেরিকা) দেখা যাচ্ছে।

গুগলের এ সিদ্ধান্তকে একতরফা ও আন্তর্জাতিক নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সম্প্রতি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো দেশ আন্তর্জাতিক জলসীমাসংলগ্ন কোনো ভূখণ্ডের নাম একতরফাভাবে পরিবর্তন করতে পারে না। যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ কোনো রাজ্য, পাহাড় কিংবা হ্রদের নাম পরিবর্তন করে, সেটা তাদের বিষয়। কিন্তু যে অংশ মেক্সিকো বা কিউবার সীমানার মধ্যে পড়ে, সেটির নাম তারা ইচ্ছেমতো পাল্টাতে পারে না।’

রিও গ্র্যান্ড নদীর মধ্যবিন্দু ধরে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে। এই উপসাগর ঘিরে রয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কিউবার উপকূলরেখা। মেক্সিকো সরকারের দাবি, এ উপসাগরের নাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ‘গালফ অব মেক্সিকো’ নামটি বহু যুগ ধরে প্রচলিত। গুগলের এই নাম পরিবর্তনের ফলে আন্তর্জাতিক ভৌগোলিক বাস্তবতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে। এর আগে গুগলকে বিষয়টি নিয়ে সতর্ক করেছিল মেক্সিকো সরকার।

আরও পড়ুনগুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’র বদলে দেখা যাবে ‘গালফ অব আমেরিকা’, কারণ কী২৯ জানুয়ারি ২০২৫

মেক্সিকো সরকার বারবার অনুরোধ করলেও মানচিত্রে পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তন করেনি গুগল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট ক্রিস টার্নার জানান, তারা দীর্ঘদিনের নীতিমালা অনুসরণ করেই মানচিত্র হালনাগাদ করেছে এবং বিষয়টি নিরপেক্ষভাবেই দেখা হয়েছে।

প্রসঙ্গত, গুগলের পাশাপাশি অ্যাপলও তাদের ম্যাপস সেবায় একই ধরনের পরিবর্তন এনেছে। তবে মেক্সিকো আপাতত অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে কিছু জানায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুনগুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত নিবন্ধ