বাজারভিত্তিক হলেও প্রথম দিনে ডলারের দামে প্রভাব পড়েনি
Published: 16th, May 2025 GMT
দেশে মার্কিন ডলারের দাম তিন বছর পর বাজারভিত্তিক করা হলেও গতকাল বৃহস্পতিবার বড় কোনো প্রভাব পড়েনি। কেন্দ্রীয় ব্যাংকের তদারকির কারণে ব্যাংকগুলো বাড়তি দামে প্রবাসী আয়ের ডলারও কেনেনি। এদিন অনেক ব্যাংক ডলারের দাম ঘোষণা করেনি। ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে ডলারের দাম বাজারভিত্তিক করার প্রথম দিনে ডলারের বাজার স্বাভাবিকই ছিল। ব্যাংকে প্রতি ডলার ১২৩ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।
এদিকে খোলাবাজারে গতকাল সকালে ও বিকেলে দুই ধরনের দাম দেখা গেছে। সকালে ১২৪ টাকা ৭০ পয়সায় বিক্রি হওয়া ডলার বিকেলে ১২৫ টাকার বেশি চেয়েছেন বিক্রেতারা। বিক্রি অবশ্য খুব বেশি হয়নি। ক্রেতাদের পাশাপাশি কিছু উৎসুক মানুষও ডলারের বাজারের খোঁজখবর করেছেন।
গত বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে ডলারের দাম বাজারভিত্তিক করার ঘোষণা দেন। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি ছাড়ের শর্ত হিসেবে এ উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি ডলারের দাম কী হবে, তা ব্যাংক ও গ্রাহকের ওপর ছেড়ে দিয়েছে। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হলেও নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে অবশ্য জোর তদারকি থাকবে। এখন বাজারে ডলারের একটি ভিত্তিমূল্য থাকবে। এর কাছাকাছি দামে কেনাবেচা করতে হবে। সে অনুযায়ী গতকাল কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম আগের মতো ১২২ টাকা ঘোষণা করে। এই দামে গতকাল ব্যাংকগুলো নিজেদের মধ্যে ১ কোটি ৪১ লাখ ডলার কেনাবেচা করে।
গতকাল দেশের শীর্ষস্থানীয় পাঁচটি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা জানা যায়, বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো এদিন বাড়তি দাম ‘অফার’ করেনি। বেশি দাম চাওয়া কয়েকটি এক্সচেঞ্জ হাউস থেকে ডলার না কেনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কিছু ব্যাংক সর্বোচ্চ ১২২ টাকা ৫০ পয়সা দামে ডলার কেনে। আবার অনেক ব্যাংক ১২২ টাকার বেশি দাম দিতে রাজি হয়নি। যদিও ঈদকে সামনে রেখে বেশি প্রবাসী আয় আসছে। পাশাপাশি নগদ ডলারও দেশে ঢুকছে। ফলে ঈদের আগে ডলারের বাজার অস্থির হওয়ার আশঙ্কা নেই।
ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যবসায়ীসহ গ্রাহকেরা ডলারের খবর জানতে গতকাল অন্য যেকোনো দিনের চেয়ে বেশি খোঁজখবর নিয়েছেন। খোলাবাজারে খানিক চাপ দেখা গেছে। কেউ কেউ বাড়তি মুনাফার আশায় ডলার মজুত করার পরিকল্পনা করছেন বলে শোনা যায়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোতে পাঁচ কোটি ডলারের নগদ মুদ্রা মজুত আছে। এসব ডলার তারা সর্বোচ্চ ১২৩ টাকা দামে বিক্রি করছে। ব্যাংকগুলো এখন সবার কাছে ডলার বিক্রি করছে। তাই গ্রাহকেরা যাতে বাজার থেকে বেশি দামে ডলার না কেনেন, এমন পরামর্শ দেন কেন্দ্রীয় ব্যাংকের এসব কর্মকর্তা।
তবে খোলাবাজার ও মানি চেঞ্জারগুলোতে দাম বাড়ানোর প্রতিযোগিতা দেখা গেছে। সকালে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৭০ পয়সায়, যা বিকেলে বেড়ে ১২৫ টাকা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংক অবশ্য বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর থেকে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কর্মকর্তাদের শীর্ষ ব্যাংকগুলোতে পাঠিয়ে বাজার তদারক করা হচ্ছে। পাশাপাশি খোলাবাজারেও তদারকি বাড়ানোর পরিকল্পনা করছে। গভর্নর আহসান এইচ মনসুর বুধবারই স্পষ্ট করে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক বাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করবে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের ইতিবাচক প্রভাব এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির কারণে ডলারের বাজার আপাতত স্থিতিশীল দেখা যাচ্ছে। খোলাবাজারে বৃদ্ধি পাওয়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে আরও সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ব্যাংকগুলোর মাধ্যমে নগদ ডলার বিক্রি বাড়াতে হবে।
বাংলাদেশ ব্যাংকে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ২৫ বিলিয়ন ডলারের বেশি রয়েছে। তবে আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) বিল পরিশোধের পর এখন রিজার্ভ আছে ২০ বিলিয়ন ডলারের কিছু বেশি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান
ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে বলেও জানা গেছে।
অভিযান পরিচালনাকারী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে।
প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েক গুণ বেশি। এ বিষয়ে প্রকিউরমেন্ট-সংক্রান্ত সব রেকর্ডপত্র চাওয়া হয়েছে। যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদকের টিম।
এদিকে ঘুষের বিনিময়ে জমির শ্রেণি পরিবর্তন করে দলিল রেজিস্ট্রেশনের অভিযোগে রাজধানীর পল্লবী সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযোগের ভিত্তিতে বাউনিয়া মৌজার ১০ শতাংশ জমির রেজিস্ট্রেশন দলিল, খতিয়ান, দাখিলা ও সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে।
পর্যালোচনায় দেখা যায়, জমিটি ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রেজিস্ট্রি করা হয়। খতিয়ান অনুযায়ী এটি পুকুর শ্রেণিভুক্ত হলেও খাজনা রসিদে বাণিজ্যিক শ্রেণিভুক্ত দেখানো হয়েছে। একই জমি ২০১২ সালে পুকুর (বাণিজ্যিক) শ্রেণিতে রেজিস্ট্রি হয়েছিল। হঠাৎ শ্রেণি পরিবর্তনকে অস্বাভাবিক মনে করছে দুদক টিম।
দুদক জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে অতিরিক্ত রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।