আকাশপথে পৃথিবীর নানা দেশ ভ্রমণ করার ক্ষেত্রেই দুবাইয়ে যাত্রাবিরতি আছে। বাংলাদেশ থেকে কারও পাকিস্তানে যেতে হলে তা হয়ে যায় বাধ্যতামূলক। বাংলাদেশ থেকে সরাসরি যে পাকিস্তানে যাওয়ার কোনো উপায় নেই। পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলতে যাওয়া বাংলাদেশকে মাঝরাস্তায় পেয়ে যাওয়ার সুযোগটা নিতে চেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট কর্তারা। বিসিবির কাছে একটা প্রস্তাবটা রেখেছিল আমিরাত ক্রিকেট বোর্ড—দুই টি-টোয়েন্টির একটি সিরিজ খেলতে চায় তারা। বিসিবিও হিসাব করে দেখেছে, বাংলাদেশের জন্যও এটা লাভজনকই। তাই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ‘যাত্রাবিরতি’র সিরিজ! যা শুরু হচ্ছে আজ।

এ বছরের শেষে এশিয়া কাপ আর আগামী বছরে শুরুতে বিশ্বকাপের ঠিকানা বদলে গেলে, সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে এগিয়ে থাকার কথা আরব আমিরাতেরই। এর সঙ্গে নতুন যাত্রায় যত বেশি সম্ভব টি-টোয়েন্টি খেলতে চাওয়ার একটা কারণ তো আছেই—এ বছরই যেমন ১৯ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, শুরুটা হচ্ছে আরব আমিরাতের এই দুটি ম্যাচ দিয়েই।

এ সংস্করণের নতুন চক্রে অধিনায়ক হিসেবে বাংলাদেশ বেছে নিয়েছে লিটন দাসকে। জানুয়ারিতে নাজমুল টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেও নেতৃত্বে লিটনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে এই সিরিজের আগে। কারও চোটে, কারও হঠাৎ অবসরে নেতৃত্বের ভারটা আগেও তাঁর কাঁধে উঠেছে। কিন্তু কখনো তা দু-তিন ম্যাচের বেশি স্থায়ী হয়নি। তিন সংস্করণে মিলিয়ে ১২ ম্যাচে অধিনায়কত্ব করে ফেলা লিটনের জন্য তাই এটা নতুন শুরুই—লম্বা সময়ের জন্য যে আগে কখনো নেতৃত্ব তিনি পাননি।

আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়ার পর বড় সময়ের জন্য পরিকল্পনা করতে পারার একটা স্বস্তি লিটনের কণ্ঠে শোনা গিয়েছিল আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগেই। এর সঙ্গে খেলা বোঝার ক্ষমতা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারার দক্ষতা আর পরিষ্কার ভাবনা ঘিরে যে প্রশংসা এত দিন তাঁকে নিয়ে শোনা গেছে নানাজনের কণ্ঠে, তা এবার সবাইকে দেখানোর সুযোগটাও পেয়েছেন। সেদিক থেকে আজ শারজায় অধিনায়ক লিটনের নতুন এক শুরু।

সর্বশেষ সিরিজে নাজমুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন। লিটনের অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ ক্যারিবীয়দের ধবলধোলাই করেছিল তাদের মাঠেই। টেস্টেও যে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন। ওয়ানডেতে সাত ম্যাচে জয় তিনটি। এরপরও এবার লিটনের সামনে চ্যালেঞ্জটা অনেক। টি-টোয়েন্টি ক্রিকেটে বাকিরা যে ছন্দে খেলে, বাংলাদেশ তা থেকে বেশ দূরে দাঁড়িয়ে। সেই ব্যবধান কমিয়ে এনে এগিয়ে যাওয়ার লড়াইটা তাঁকে তাই লড়তেই হবে। লিটন অবশ্য জানিয়ে গেছেন, তাঁর দলের খেলার নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নেই। যেদিন যা দরকার, তা করাই কাজ হবে সব ক্রিকেটারের।

এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে অধিনায়ক লিটনের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ল টন র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে টিফিনের বিরতিতে কলের পানি পান করে একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকার ‘ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও কারখানাটির কয়েকজন শ্রমিক জানান, কারখানাটির শ্রমিকেরা আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো টিফিনের বিরতিতে কল থেকে পানি পান করেন। এর কিছু সময়ের মধ্যে শ্রমিকদের পেটে ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে অসুস্থ শ্রমিকদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক মেহেদী হাসান বলেন, কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে টিফিনের সময় পানি পান করেন অনেকেই। এরপরই তাঁরা অসুস্থ হতে শুরু করেন। কারখানার অ্যাম্বুলেন্সে করে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রমিকেরা কারখানার সাপ্লাই করা পানি পান করেন। আজ কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগই নারী। ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ