ভারত-পাকিস্তান উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকলেও আবারও শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই দুই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষ ভাগে নতুন করে যুক্ত হচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চলতি সপ্তাহেই তাদের দেখা যেতে পারে মাঠে।

দীর্ঘদিন ধরে বোলিং নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান সম্প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তাকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বে লাহোরের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। আগামীকাল, ১৮ মে বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। এটি কার্যত তাদের জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জয় পেলে তারা যাবে প্লে-অফে, আর হারলে বিদায়। যদি লাহোর প্লে-অফে উঠতে না পারে তাহলে সাকিবকে দেখা যেতে পারে শুধুমাত্র এই একটি ম্যাচেই 

এদিকে আইপিএলেও গ্রুপ পর্বের শেষ ধাপে রয়েছে মুস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালসের বাকি রয়েছে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচের জন্যই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন বাঁহাতি এই পেসার। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে প্রথম দেখা যেতে পারে ১৮ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে। এরপর দিল্লি ২১ মে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে তার ছাড়পত্রের মেয়াদ ২৪ মে পর্যন্তই, তাই প্লে-অফে দিল্লি উঠলেও সেখানে খেলতে পারবেন না মুস্তাফিজ। তবে দিল্লি চাইলে বিসিবি হয়তো ছাড়পত্রের মেয়াদ বাড়াতেও পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন ম স ত ফ জ র রহম ন প এসএল

এছাড়াও পড়ুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।” 

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।” 

চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ