ছয় মাস পর ফেরার ম্যাচেই সাকিবের ‘গোল্ডেন ডাক’
Published: 18th, May 2025 GMT
দীর্ঘ ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু প্রত্যাশার সব আলো নিভে যায় এক বলেই। গোল্ডেন ডাকেই ফিরতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।
শেষবার সাকিবকে মাঠে দেখা গিয়েছিল গত বছরের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর থেকে ব্যক্তিগত, পেশাদার এবং ক্রিকেটীয় নানা জটিলতায় সময়টা কেটেছে তার। নতুন করে মাঠে ফেরার প্রত্যয় নিয়ে লাহোর দলে জায়গা করে নেন তিনি। তবে রোববার রাতে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে ফিরেই হতাশ করলেন।
লাহোর ইনিংসের এক পর্যায়ে ব্যাটিংয়ে নামেন সাকিব। কিন্তু আহমেদ দানিয়ালের করা প্রথম বলেই ফিরতে হয় তাকে। ধীরগতির একটি ডেলিভারিতে ফাইন লেগের ওপর দিয়ে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। হতাশায় ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে উদ্যত হন সাকিব, যদিও নিজেকে সামলে নেন পরে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন শট নির্বাচন প্রশ্ন তুলেছে দর্শক ও বিশ্লেষকদের কাছে। ফেরার ম্যাচে দায়িত্বশীল ইনিংসের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি একেবারেই।
সাকিবের বিদায়ের পরও লাহোর ব্যাটিংয়ে গতি আসেনি। বৃষ্টির কারণে প্রতিপক্ষ পেশোয়ারের বিপক্ষে ম্যাচটি নামিয়ে আনা হয় ১৩ ওভারে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৮ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পেয়েছে লাহোর কালান্দার্স।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন প এসএল
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৩৫ সাংবাদিক নিয়ে বাস খাদে
সাতক্ষীরার তালায় গতকাল রোববার বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে ৩৫ জন সাংবাদিক ছিলেন। তারা সুন্দরবন সফর শেষে ঢাকায় ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা এসেছিলেন। পরে তারা সুন্দরবন সফরে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী বাসটি তালার ইসলামকাঠির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অনেকে কমবেশি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। রাস্তার খারাপ অবস্থা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাটকেলঘাটা থানা পুলিশ ও তালা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।
পাটকেলঘাটা থানার ওসি মো. মাইন উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।