দীর্ঘ ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু প্রত্যাশার সব আলো নিভে যায় এক বলেই। গোল্ডেন ডাকেই ফিরতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।

শেষবার সাকিবকে মাঠে দেখা গিয়েছিল গত বছরের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর থেকে ব্যক্তিগত, পেশাদার এবং ক্রিকেটীয় নানা জটিলতায় সময়টা কেটেছে তার। নতুন করে মাঠে ফেরার প্রত্যয় নিয়ে লাহোর দলে জায়গা করে নেন তিনি। তবে রোববার রাতে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে ফিরেই হতাশ করলেন।

লাহোর ইনিংসের এক পর্যায়ে ব্যাটিংয়ে নামেন সাকিব। কিন্তু আহমেদ দানিয়ালের করা প্রথম বলেই ফিরতে হয় তাকে। ধীরগতির একটি ডেলিভারিতে ফাইন লেগের ওপর দিয়ে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। হতাশায় ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে উদ্যত হন সাকিব, যদিও নিজেকে সামলে নেন পরে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন শট নির্বাচন প্রশ্ন তুলেছে দর্শক ও বিশ্লেষকদের কাছে। ফেরার ম্যাচে দায়িত্বশীল ইনিংসের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি একেবারেই।

সাকিবের বিদায়ের পরও লাহোর ব্যাটিংয়ে গতি আসেনি। বৃষ্টির কারণে প্রতিপক্ষ পেশোয়ারের বিপক্ষে ম্যাচটি নামিয়ে আনা হয় ১৩ ওভারে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৮ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পেয়েছে লাহোর কালান্দার্স।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন প এসএল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ