যেভাবে প্লে অফের ওঠার সুযোগ মুস্তাফিজদের
Published: 20th, May 2025 GMT
তড়িঘড়ি করে দুবাই থেকে দিল্লি এসেছিলেন তিনি। ৬ ঘণ্টা বিশ্রামেরও সুযোগ মেলেনি, ফের মাঠে নামতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। দিল্লির হয়ে গুজরাটের বিপক্ষে রোববার রাতের সেই ম্যাচটি ১০ উইকেটে হেরে যান মুস্তাফিজরা। তিন ওভার বোলিং করে ২৪ রান দেন তিনি।
তবে আইপিএলের প্লে অফে ওঠার সুযোগ একেবারে হাতছাড়া হয়ে যায়নি তাদের। গ্রুপ পর্বে হাতে থাকা দুটি ম্যাচ জিতলে দিল্লির সর্বোচ্চ পয়েন্ট হবে ১৭। সেখানে মুম্বাইয়ের হাতে থাকা দুটি ম্যাচের একটিতে যদি দিল্লির কাছে হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। সমীকরণ এটাই যে পরের ম্যাচে বুধবার মুম্বাইকে হারাতে পারলে প্লে অফে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে দিল্লির।
এরই মধ্যে তিনটি দল গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস প্লে অফ নিশ্চিত করেছে। বাকি একটি জায়গার জন্য সমীকরণের দৌড়ে রয়েছে মুম্বাই ও দিল্লি। এমনিতে বিসিবি থেকে তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে দিল্লি প্লে অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে মুস্তাফিজের।
তবে এই মুহূর্তে প্লে অফে যেতে হলে বাকি দুই ম্যাচ জিতলেই শুধু হবে না দিল্লির তাকিয়ে থাকতে হবে লক্ষ্ণৌর পরের তিনটি ম্যাচের দিকে। যেখানে লক্ষ্ণৌ সব ম্যাচ জিতে গেলে ১৬ পয়েন্ট পাবে। তাই একটি ম্যাচ হারলেই তাদের সম্ভাবনা শেষ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের নতুন হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
ইরানের রাজধানী তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় রবিবার (১৫ জুন) বিকেলে চালানো এ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকিক নিহত হয়েছেন।
রবিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আরো পড়ুন:
ইসরায়েলে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, তেল আবিব ও হাইফাতে সরাসরি আঘাত
ইরানে আবারো হামলা চালাচ্ছে ইসরায়েল
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে, তেহরানে ইসরায়েলের নতুন হামলায় আইআরজিসির তৃতীয় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও নিহত হয়েছেন।
এর আগে, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রথম হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইরান।
রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ও শনিবার ইরানজুড়ে ইসরায়েলি হামলায় ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯০০ জন। হতাহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।
ঢাকা/ফিরোজ