জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন এর সুযোগ পাবেন প্রবাসীরা।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে, দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

মঙ্গলবার (২০ মে) ওই বিজ্ঞপ্তিতে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশী নাগরিকদের জানানো হয় যে, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর পাশাপাশি অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।

আরো পড়ুন:

মৃত্যুর ৩ মাস পর পরিবার পেল প্রবাসীর মরদেহ

এক সপ্তাহে রেমিট্যান্স এল ৭৩ কোটি ডলার

ফলে যেসব প্রবাসী বাংলাদেশী এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন। 

এতে আরো বলা হয় যে, ৩০ জুন ২০২৫ তারিখের পরে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে।

ঢাকা/হাসান/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব স প রব স

এছাড়াও পড়ুন:

সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট সৃষ্টি হয় আশপাশের সড়কেও। 

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ কার্যকর করার আগে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা করতে হবে। ঢাকা কলেজের জমি ও ভবন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে না দেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে হবে। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শাখা কখনোই বাতিল বা অন্যত্র স্থানান্তর করা যাবে না।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সায়েন্সল্যাবের মতো গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবরোধ তুলে নিতে। পরে শিক্ষার্থীরা তার আহ্বানে অবরোধ তুলে নেন এবং সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।  

এর আগে গতকাল সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)
  • নাম–ঠিকানা বদলে এনআইডি–পাসপোর্ট, উড়াল দেওয়ার আগেই ধরা সাজাপ্রাপ্ত দুই ভাই
  • কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
  • প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়, যারা থাকবেন
  • বিইউপির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির বিশেষ নীতিমালা, আবেদন শেষ ২৩ অক্টোবর
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ অক্টোবর ২০২৫)
  • ২০২৫ সালে নোবেল পুরস্কার পেলেন যারা
  • সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ