জুন ২০২৫-এর প্রিভিউ আপডেট ইনস্টল করার পর উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের একটি অংশ তাঁদের সিস্টেম রিবুট করার পর ফায়ারওয়াল–সংক্রান্ত একটি ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন। তবে মাইক্রোসফট বলছে, এ ধরনের বার্তা সম্পূর্ণরূপে উপেক্ষাযোগ্য এবং এতে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ত্রুটিটি ‘ইভেন্ট ২০৪২’ হিসেবে উইন্ডোজের ইভেন্ট ভিউয়ারে সংরক্ষিত হচ্ছে। এতে ‘কনফিগ রিড ফেইলড’ ও ‘মোর ডেটা ইজ অ্যাভেইলেবল’—এ ধরনের বার্তা দেখা যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, এটি একটি সাধারণ সমস্যা। একটি নতুন ফিচারের জন্য এমন হচ্ছে। অবশ্য ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে পুরোপুরি সংযুক্ত হয়নি। উইন্ডোজ রিলিজ হেলথ ড্যাশবোর্ডে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন ২০২৫-এর উইন্ডোজ নন-সিকিউরিটি প্রিভিউ আপডেট (কেবি৫০৬০৮২৯) ইনস্টল করার পর নিরাপত্তা লগে উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্সড সিকিউরিটি-সংক্রান্ত একটি ত্রুটি ইভেন্ট দেখা দিতে পারে। এটি নিছক একটি অপ্রয়োজনীয় বার্তা, যা উপেক্ষা করাই যথার্থ। মাইক্রোসফট আরও বলেছে, উল্লেখিত ইভেন্টটি একটি অসমাপ্ত ফিচারের সঙ্গে সম্পৃক্ত। এটি এখনো কার্যকরভাবে যুক্ত হয়নি, তাই ব্যবহারকারীদের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। উইন্ডোজ ফায়ারওয়ালের কার্যকারিতায় এর কোনো প্রভাব পড়বে না।

এই ত্রুটি বার্তা শুধু উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণে দেখা দিতে পারে। তবে এটি সিস্টেমের নিরাপত্তা কিংবা অন্যান্য কার্যপ্রবাহে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না বলেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। মাইক্রোসফট জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানে কাজ করছে এবং পরবর্তী আপডেটে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের একাধিক আপডেটের পর এ রকম কিছু ত্রুটির বার্তা দেখা গেছে, যেগুলো প্রকৃতপক্ষে ব্যবহারকারীর ডিভাইসে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি  কিছু উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ ডিভাইসে বিটলকার এনক্রিপশন–সংক্রান্ত বিভ্রান্তিকর সতর্কবার্তা প্রদর্শনের একটি ত্রুটির সমাধান করে। ওই মাসেই মাইক্রোসফট আরেকটি ত্রুটির সমাধান করে। সেই ত্রুটির ফলে উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্ট (উইনআরই) আপডেট ইনস্টল করার পর কিছু ডিভাইসে ০x৮০০৭০৬৪৩ ত্রুটি বার্তা প্রদর্শিত হয়। মাইক্রোসফট বলছে, এ ধরনের ত্রুটির বার্তা যদিও ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে, তবে প্রকৃতপক্ষে এগুলোর বেশির ভাগই অপ্রাসঙ্গিক এবং নিরাপত্তা বা সিস্টেম পরিচালনায় কোনো ঝুঁকি তৈরি করে না।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইন ড জ আপড ট

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা