অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্রেডেনশিয়াল অর্জন করলেন ১২০ শিক্ষার্থী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) আয়োজিত ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৫’-এ ব্যবসা, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ফাউন্ডেশন ইয়ার এবং ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ইউসিবিডি বোর্ডের সদস্য, ইউসিবিডির প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল, ইউসিবিডির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো.

ইসমাইল হোসেন এবং এসটিএস গ্রুপের সিইও মানাস সিং।

এই আয়োজনটি ছিল ইউসিবিডিতে পরিচালিত মোনাশ প্রোগ্রামের ৮ম ও ৯ম ইনটেকের জন্য আয়োজিত চতুর্থ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ইউসিবিডি প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘৯৮ শতাংশ পাসের হার এবং আমাদের অধিকাংশ শিক্ষার্থীর সেরা গ্রেড অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বলতে চাই, ঢাকার শিক্ষার্থীরা মেলবোর্নের শিক্ষার্থীদের চেয়ে অনেক ভালো ফল অর্জন করেছেন। আজ যাঁরা এই প্রোগ্রাম সম্পূর্ণ করছেন, তাঁরা প্রত্যেকেই বিশ্বমানের যোগ্যতা নিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিক সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাঁদের সহায়তা করবে। আমরা আপনাদের অর্জনে গর্বিত এবং একই সঙ্গে আপনাদের আন্তর্জাতিক শিক্ষার স্বপ্নপূরণ হওয়ায় আনন্দিত।’

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে বলেন, ‘ইউসিবিডি এবং মোনাশের মধ্যে এই অংশীদারত্ব গুরুত্ব বহন করে। শিক্ষার মাধ্যমে কীভাবে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং দীর্ঘস্থায়ী বৈশ্বিক পরিবর্তন ত্বরান্বিত করা যায় সেটির প্রতিফলন এই অংশীদারত্ব। যারা এই প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আমি।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং তাঁদের সাফল্য উদ্‌যাপন করা হয়।

উল্লেখ্য, ইউসিবিডি দেশের প্রথম শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে সরাসরি এবং নিশ্চিত ভর্তির সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ মোনাশের অবস্থান ৩৭তম। ইউসিবিডি থেকে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান। মোনাশ প্রোগ্রামের পরবর্তী ইনটেকে ভর্তি কার্যক্রম আগামী জুলাই ও আগস্ট মাসজুড়ে চলবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন ইউস ব ড

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ডের মেলায় ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল রিমার্ক

থাইল্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫ এ অংশ নিয়ে প্রায় ৩ মিলিয়ন বা ৩০ লাখ মার্কিন ডলারের প্রসাধনী ও ত্বক পরিচর্যার পণ্য রপ্তানির আদেশ পেয়েছে বাংলাদেশের রিমার্ক এইচবি লিমিটেড। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন দেশের কোম্পানিগুলো রিমার্কের উৎপাদিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পণ্যের ডিস্ট্রিবিউটর তথা পরিবেশক হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, চীন ও ভারত। প্রদর্শনীটিতে স্বাগতিক থাইল্যান্ডসহ ২৭টি দেশের ১৭০টি কোম্পানি অংশ নেয়। রিমার্ক এইচবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ২৫-২৭ জুন ‘কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫’ শীর্ষক তিন দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রধান রাশেদুল ইসলাম জানান, তাঁরা বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ধরনের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য মেলায় প্রদর্শন করেন। মেলায় রিমার্কের স্টল ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ছিল।

এ নিয়ে রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল আম্বিয়া বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত, যা নিশ্চিত করে যে আমাদের সব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবিকে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি আমরা দেশের শিল্প খাতের সর্বোচ্চ সম্মাননা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • থাইল্যান্ডের মেলায় ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল রিমার্ক
  • আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)
  • সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন
  • শুরু হয়েছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশন কার্যক্রম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের শেষ সময় ১৭ জুলাই
  • আজ টিভিতে যা দেখবেন (৩ জুলাই ২০২৫)
  • বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
  • মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন