‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি
Published: 4th, July 2025 GMT
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্রেডেনশিয়াল অর্জন করলেন ১২০ শিক্ষার্থী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) আয়োজিত ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৫’-এ ব্যবসা, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ফাউন্ডেশন ইয়ার এবং ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ইউসিবিডি বোর্ডের সদস্য, ইউসিবিডির প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল, ইউসিবিডির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো.
এই আয়োজনটি ছিল ইউসিবিডিতে পরিচালিত মোনাশ প্রোগ্রামের ৮ম ও ৯ম ইনটেকের জন্য আয়োজিত চতুর্থ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ইউসিবিডি প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘৯৮ শতাংশ পাসের হার এবং আমাদের অধিকাংশ শিক্ষার্থীর সেরা গ্রেড অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বলতে চাই, ঢাকার শিক্ষার্থীরা মেলবোর্নের শিক্ষার্থীদের চেয়ে অনেক ভালো ফল অর্জন করেছেন। আজ যাঁরা এই প্রোগ্রাম সম্পূর্ণ করছেন, তাঁরা প্রত্যেকেই বিশ্বমানের যোগ্যতা নিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিক সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাঁদের সহায়তা করবে। আমরা আপনাদের অর্জনে গর্বিত এবং একই সঙ্গে আপনাদের আন্তর্জাতিক শিক্ষার স্বপ্নপূরণ হওয়ায় আনন্দিত।’
অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে বলেন, ‘ইউসিবিডি এবং মোনাশের মধ্যে এই অংশীদারত্ব গুরুত্ব বহন করে। শিক্ষার মাধ্যমে কীভাবে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং দীর্ঘস্থায়ী বৈশ্বিক পরিবর্তন ত্বরান্বিত করা যায় সেটির প্রতিফলন এই অংশীদারত্ব। যারা এই প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আমি।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং তাঁদের সাফল্য উদ্যাপন করা হয়।
উল্লেখ্য, ইউসিবিডি দেশের প্রথম শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে সরাসরি এবং নিশ্চিত ভর্তির সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ মোনাশের অবস্থান ৩৭তম। ইউসিবিডি থেকে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান। মোনাশ প্রোগ্রামের পরবর্তী ইনটেকে ভর্তি কার্যক্রম আগামী জুলাই ও আগস্ট মাসজুড়ে চলবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–ঢাকা
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
ময়মনসিংহ–রংপুর
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
খুলনা–রাজশাহী
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
চট্টগ্রাম–বরিশাল
সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব
৩য় টি-টোয়েন্টিপাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
রাত ৯টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগবার্নলি–আর্সেনাল
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
লিভারপুল–অ্যাস্টন ভিলা
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নটিংহাম–ম্যান ইউনাইটেড
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
টটেনহাম-চেলসি
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১