বিপর্যয় কাটিয়ে ১৬২ রানের পুঁজি বাংলাদেশ
Published: 21st, May 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান করেও হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে শিশিরের ওপর হারের দায় চাপিয়েছেন অধিনায়ক লিটন দাস। স্বীকার করেন বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ভুলও। এবার সিরিজ হার এড়ানোর ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে জাকের আলী ও হাসান মাহমুদের ব্যাটে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
আমিরাতের বিপক্ষে লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অভিজ্ঞ নাজমুল শান্তকে বসিয়ে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমনকে ফেরাতে কুণ্ঠা করেননি। নাহিদ রানাকে বসিয়ে হাসান মাহমুদকেও ফেরায় একাদশে। এমনকি ব্যাটার বাড়াতে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে বসিয়ে অলরাউন্ডার শেখ মেহেদীকে নিয়েও কাজ হয়নি।
এক প্রান্তে ওপেনার তানজিদ তামিম তার স্বভাবসুলভ শট খেলে গেছেন। অন্য প্রান্তে পারভেজ-লিটনরা যাওয়া-আসার মিছিল শুরু করেন। যে মিছিলে সবার আগে নাম তোলেন ইমন। ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে না পারা ওপেনার গোল্ডেন ডাক মেরে ফিরে যান। তিনে নামা লিটন কিছুক্ষণ ব্যাটে ছিলেন। তিনি ১০ বলে এক চার ও ছক্কায় ১৪ রান করে ফিরে যান। তিন ম্যাচেই সেট হয়ে সাজঘরে হাঁটা দিলেন তিনি।
চারে নামা তাওহীদ হৃদয় ২ বলে শূন্য ও সহঅধিনায়ক শেখ মাহেদী ৯ বলে ২ রান করে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। ওপেনার তামিম ১৮ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেললেও বিপদ বাড়া বৈ কমেনি। তিনি চারটি করে চার ও ছক্কার শট মেরে যখন ফেরেন দলের রান তখন ৬.
হাল ধরতে ব্যর্থ হন শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনরাও। স্লগার শামীম সাতে নেমে ১২ বল খেলে ৯ রান করে সাজঘরে ফিরে যান। পরেই স্পিনের বিপক্ষে ভালো ব্যাট করা রিশাদ আউট হন শূন্য করে। বাংলাদেশ ৭১ রানে হারায় ৭ উইকেট। তানজিম সাকিব আউট হন দলের ৮৪ রানে। তার ব্যাট থেকে আসে ১২ বলে ৬ রান। পরের রান কটা এসেছে জাকের আলীর কারণে। তিনি ৩৩ বল খেলে ৪১ রানের দরকারি ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও একটি চারের শট আসে।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত
ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আরিফ মিয়া একই এলাকার আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন সাগর। তিনিও ওই এলাকার সুরুজ আলীর ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বলেন, “পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
আরো পড়ুন:
স্ত্রী-কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা
বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, ৬ দিন পর মৃত্যু
নিহত আরিফের ভাতিজা দিদার বলেন, “আনুমানিক ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। রাস্তায় ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর আমার চাচার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা চাচা আরিফকে নিয়ে সাগরের বাড়িতে যাই। সেখানে গেলে সাগর চাচা আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে ওঠেন।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। রবিবার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আমার চাচা আরিফের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে চাচার বুকে আঘাত করেন। ঘটনাস্থলেই চাচা মারা যান।”
দিদার অভিযোগ করেন, “সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা কারবারি। আমার চাচা আরিফসহ সাখাওয়াত হোসেন সাগর চারজনকে হত্যা করেছে। আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা আছে কিনা, যাচাই করতে হবে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/মাসুদ