পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক কর্তৃপক্ষ ২০২৪ সালের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।

ব্যাংকগুলো হলো এনআরবিসি ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসবিএসি ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী ২৮ মে এনআরবিসি ব্যাংক ও এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ২৯ মে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভায় ব্যাংকগুলোর ২০২৪ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

ঢাকা/এনটি//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সঞ্চয়পত্র জালিয়াতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

একজন গ্রাহকের সঞ্চয়পত্র মেয়াদপূর্তির আগেই ভাঙিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে জালিয়াত চক্র। এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদী হয়ে মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মারুফ এলাহী রনি, তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরমে পরিচয় শনাক্তকারী মহিউদ্দিন আহমেদ, এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার গ্রাহক মো. আরিফুর রহমান মিম এবং তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরমে পরিচয় শনাক্তকারী আল আমিন। আসামি আরিফুর রহমান মিমকে মতিঝিল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহায়তায় বেআইনিভাবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংককে দেওয়া ইউজার আইডিতে গোপনে প্রবেশ করে। জালিয়াতির মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোন নম্বর এবং হিসাব নম্বর পরিবর্তন করে তারা অর্থ আত্মসাৎ করেন।

এজাহারে আরো বলা হয়, জালিয়াতির মাধ্যমে মোহাম্মদ মারুফ এলাহী রনির ডাচ-বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখার ব্যাংক হিসাবে দুটি সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা নেওয়া হয়। অবশ্য এই অর্থ উত্তোলনের আগেই তা আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। আর মহাহিসাব নিরীক্ষণ কার্যালয়ের কর্মকর্তা এস এম রেজভীর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের রানীগঞ্জ উপশাখার মো. আরিফুর রহমান মিমের অ্যাকাউন্টে নেওয়া হয়। টাকা জমা হওয়ার পরই ঢাকার দুটি শাখা থেকে তা নগদে তুলে নেওয়া হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, চার আসামির মধ্যে আরিফুর রহমানকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

ঢাকা/নাজমুল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • সঞ্চয়পত্র কেনার পর যেসব বিষয়ে সতর্ক থাকবেন
  • ১০০ কোটি টাকার পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা
  • সঞ্চয়পত্র জালিয়াতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১