সাত ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 

এর আগে সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। 

কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, আমরা বৃষ্টি উপেক্ষা করেও কর্মসূচি অব্যাহত রেখেছি। নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে প্রস্তুত।

অন্তর্বর্তী সরকারকে ছাত্রদল নেতাকর্মীদের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, আমরা সব সময় শান্ত থাকব না। সাম্য হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও প্রশাসন তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। কিন্তু এই তিনজন খুনের সঙ্গে জড়িত কিনা, এ বিষয়ে প্রশাসন তাদের আশ্বস্ত করতে পারেনি।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ হব গ ছ ত রদল স ম য হত য

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় একটি তেলের ডিপোতে ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জামাল কোম্পানি নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত শ্রমিকেরা হলেন মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আজ রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, মীর আহমদ, মোস্তফা কামাল এবং আরও দুজন অজ্ঞাতপরিচয় শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ওই ডিপোতে স্ক্র্যাপ জাহাজ থেকে সংগ্রহ করা পরিত্যক্ত কালো তেল আনা হয়। এসব তেল প্রক্রিয়াজাত করে মবিলসহ বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করা হয়। তেল রাখার জন্য একটি সিলিন্ডার আকৃতির ট্যাংক ব্যবহার করা হয়। তেল প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে জমে থাকা বর্জ্য (গাদ) শ্রমিকেরা পরিষ্কার করেন।

বৃহস্পতিবার রাতে একজন শ্রমিক ট্যাংকের ভেতর নেমে বর্জ্য পরিষ্কার করার সময় অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে একে একে আরও তিনজন নামলে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

ফায়ার সার্ভিসের দল গিয়ে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত নিবন্ধ