আক্রমণের অগ্রভাগে ড্রোন, ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েল
Published: 21st, June 2025 GMT
ইসরায়েল গত ১৩ জুন ভোরে ইরানে হামলা করে। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা করছে ইরান। ইরানি কর্মকর্তারা বলছেন,সাধারণত ক্ষেপণাস্ত্র অগ্রভাবে থাকলেও গত ১৮টি হামলায় অগ্রভাগে ছিল ড্রোন। আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই ড্রোন ঠেকাতে ব্যর্থ হয়েছে। আজ শনিবারও একটি ড্রোন উত্তর ইসরায়েলে আঘাত হানে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে সবশেষ পাল্টা হামলায় আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৩’—এর অংশ হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে ১৮ দফা হামলা চালিয়েছে। ইসরায়েলের কেন্দ্রস্থল, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি সেনাবাহিনীর রসদ ও পরিচালনা কেন্দ্রগুলোতে আঘাত হানতে তারা 'শাহেদ-১৩৬' নামের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোনের ঝাঁক ব্যবহার করেন। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
তাসনিম নিউজের তথ্যমতে, আইআরজিসি জানায়, গতকাল শুক্রবার রাতভর দখলদার ভূখণ্ডের ওপর দিয়ে একাধিক স্কোয়াডে শাহেদ-১৩৬ ড্রোন টানা অভিযান চালিয়েছে।
সিএনএন জানিয়েছে, আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারও খোঁজ পায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশির ভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান আজ শনিবারের হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়।
ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে, গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায়। যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ড্রোনগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। ফলে দখলদাররা আবারও আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে।
এলিট বাহিনী জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ইরানের এই ‘হাইব্রিড অপারেশন’ নিরবচ্ছিন্ন ও নির্ধারিত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চালানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল র আইআরজ স ব যবস থ লক ষ য
এছাড়াও পড়ুন:
‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন
মার্কিন টিভি অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন। শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) কেলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “অপরিসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এমন এক উজ্জ্বল, উষ্ণ আলো পরপারে পাড়ি জমিয়েছে, একসময় যেখানে আমাদের সবাইকেই পৌঁছাতে হবে।”
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন কেলি। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্লিওমা নামক এক ধরনের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন কেলি ম্যাক। গ্লিওমা হলো একটি টিউমার যা মস্তিষ্ক বা মেরুদণ্ডে হয়ে থাকে।
আরো পড়ুন:
জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)
সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরাও কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। ‘দ্য ওয়ার্কিং ডেড’ সিরিজে কেলির সহকর্মী ছিলেন আলানা মাস্টারসন। এ অভিনেত্রী লেখেন, “আমি খুব গর্বিত শেষ পর্বে একসঙ্গে লড়াই করেছি।”
অভিনয় ছাড়াও বিজ্ঞাপন ও ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন কেলি। ‘ড. পেপার’, ‘রজ স্টোর’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-আ’-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।
ঢাকা/শান্ত