নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মৌসুমে প্রথম অতিথি হয়ে ফিরে এসে ভক্তদের চমকে দিলেন সালমান খান। তবে এই অনুষ্ঠানে নিজের শারীরিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে ৫৯ বছর বয়সী অভিনেতা বিয়ে, সম্পদ ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও মন খুলে কথা বলেন।
কপিল শর্মার হালকা রসিকতায় যখন বিয়ের প্রসঙ্গ উঠে আসে, তখন সালমান খান জানিয়ে দেন, এখনকার বয়সে নতুন করে জীবন শুরু করা কঠিন।
সালমান খান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে ছাত্রদলের এক কর্মীর ছুরিকাঘাতে আরেক কর্মী নিহত
পঞ্চগড় শহরে পূর্বশত্রুতার জের ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীর ছুরিকাঘাতে আরেক কর্মী নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাতে শহরের সিনেমা হল মার্কেটের সামনে জাবেদ রহমান জয় (১৯) নামের ওই ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত করা হয়। তিনি জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সঙ্গে শহরের নতুন বস্তি এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের বুধবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০-১২ জনের সঙ্গে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। এতে তার ভুড়ির কিছু অংশ বের হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। পরে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
আরো পড়ুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি
চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেছেন, “ওই তরুণের হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিল। পেটের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমরা ভুড়ি ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করি।”
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেছেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনের নাম জানা গেছে— একজন আল আমিন, আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দুজনেই ছাত্রদলের সাথে জড়িত বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চালাচ্ছে।
ঢাকা/নাঈম/রফিক