Risingbd:
2025-10-24@18:53:51 GMT

সাত বছর পর জাতীয় দলে ক্রেমার

Published: 24th, October 2025 GMT

সাত বছর পর জাতীয় দলে ক্রেমার

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের লেগ-স্পিনার ও সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারকে আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজের দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

ক্রেমার সর্বশেষ জিম্বাবুয়ের জার্সি গায়ে খেলেছিলেন ২০১৮ সালে। এরপর ক্রিকেট থেকে দূরে সরে গিয়ে পেশাদার গলফে মনোযোগ দেন। স্ত্রী মার্না ক্রেমারের চাকরির সুবাদে তখন তিনি স্থায়ীভাবে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। তবে চলতি বছরের শুরুতে দেশে ফিরে আবারও ক্লাব ক্রিকেটে নামেন। মূল লক্ষ্য ছিল জাতীয় দলে ফেরার পথ তৈরি করা।

আরো পড়ুন:

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, জয়হীন হতাশায় শেষ পাকিস্তানের বিশ্বকাপ

রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ

আফ্রিকা রিজিওনাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাননি ক্রেমার, যেখানে চ্যাম্পিয়ন হয়ে জিম্বাবুয়ে নিশ্চিত করেছে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। তবে এবার বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দলে রেখেছে নির্বাচকরা।

১৫ সদস্যের অপরিবর্তিত দলেই একমাত্র পরিবর্তন ক্রেমারের অন্তর্ভুক্তি। তিনি জায়গা নিয়েছেন পেসার ট্রেভর গুয়ান্ডুর স্থানে। শুক্রবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে শন উইলিয়ামস এখনো দলের বাইরে আছেন।

পুরো সিরিজ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। যেখানে আফগানিস্তান সফরের একমাত্র টেস্ট ম্যাচও হয়েছিল। তিন ম্যাচের প্রথমটি ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর এবং শেষ ম্যাচটি হবে ২ নভেম্বর।

উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, যেখানে অংশ নেবে ২০টি দল। টুর্নামেন্টটি ফেব্রুয়ারি–মার্চের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিংগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা ও ব্রেন্ডন টেইলর। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প

এছাড়াও পড়ুন:

ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দিতে হবে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে আরও কঠোরভাবে চাপ দিতে হবে। প্রয়োজনে নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে এ পদক্ষেপ নিতে হবে।

গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে তীব্র সমালোচক দেশের একটি হচ্ছে ন্যাটো সদস্য তুরস্ক। শুরুতে পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন তারা মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে। গত মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠকের পর থেকে এই ভূমিকা আরও জোরদার হয়েছে।

এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে, বরং তারা প্রকাশ্যেই তাদের অঙ্গীকার জানাচ্ছে। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।

এরদোয়ান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ও চুক্তি মেনে চলতে বাধ্য করার জন্য আরও পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রাখতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা আরোপ ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে।

তুরস্ক জানিয়েছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে নজরদারি করতে একটি টাস্কফোর্সে যোগ দেবে। প্রয়োজনে তুর্কি সেনারা সামরিক বা বেসামরিক উভয় ভূমিকায় কাজ করতে পারে। পাশাপাশি, গাজা পুনর্গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখবে।

বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন, গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর কোনো ভূমিকাকে তিনি সমর্থন করেন না।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এরদোয়ান বলেন, ‘গাজায় কাজ করবে যে টাস্কফোর্স, তার বিষয়ে আলোচনা চলছে। এর কাঠামো এখনো স্পষ্ট নয়। এটি বহুমাত্রিক একটি ইস্যু, তাই ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা গাজাকে যেকোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত।’

তিনি উপসাগরীয় দেশগুলোকে গাজা পুনর্গঠনে অর্থায়নের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, এই বিশাল কাজটি কোনো একক দেশের পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়।

গাজা যুদ্ধের সময় ইসরায়েল ও তুরস্কের দীর্ঘদিনের মিত্রতা নতুন নিম্নস্তরে নেমে এসেছে। আঙ্কারা অভিযোগ করেছে, নেতানিয়াহুর সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে—যা ইসরায়েল বারবার অস্বীকার করেছে।

সম্পর্কিত নিবন্ধ