‘স্পাইডার-ম্যান’ তারকা জ্যাক মারা গেছেন
Published: 22nd, June 2025 GMT
‘স্পাইডার-ম্যান’খ্যাত অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। গত ১৯ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটি এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘হেনরি’ চরিত্রে অভিনয় করেন জ্যাক বেটস। তার ভাগনে ডেন সুলিভান মামার মৃত্যুর খবরটি গণমাধ্যমে জানান। এই অভিনেতা রাতে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন।
১৯২৯ সালের ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন জ্যাক। সেখানে তার বেড়ে ওঠা। ১০ বছর বয়সে পাড়ি জমান মায়ামিতে। সেখানে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে থিয়েটারের ওপর ইউনিভার্সিটি অব মায়ামি থেকে ডিগ্রি নেন। পরে শুধু অভিনয়ের জন্য নিউ ইয়র্ক চলে যান। শুরুতে নানা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হয় তাকে। পরে কাজের সুযোগ পান ১৯৫৩ সালে।
আরো পড়ুন:
সাবরিনা কার্পেন্টারের সঙ্গে বিচ্ছেদ করে বিপদে ব্যারি কেওগান
বাবা হারালেন পপতারকা রিয়ান্না
শুরুতেই এই অভিনেতা শেকসপিয়ারের ‘রিচার্ড ৩’–এ একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান। সেই সময়ে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করার জন্য দ্য অ্যাক্টরস স্টুডিওর সদস্য হন। পরে তিনি ‘দ্য ব্লাডি ব্রড’ সিনেমাসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। কিন্তু তখনো পরিচিতি পাননি। সত্তর দশকের শুরুতে নাম লেখান বিজ্ঞাপন ও টেলিভিশন অনুষ্ঠান। এসবের মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেতা।
‘দ্য ডক্টরস’, ‘দ্য এজ অব নাইট’, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’, ‘অল মাই চিলড্রেন’, ‘ফলিং ডাউন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। তবে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে ছাত্রদলের এক কর্মীর ছুরিকাঘাতে আরেক কর্মী নিহত
পঞ্চগড় শহরে পূর্বশত্রুতার জের ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীর ছুরিকাঘাতে আরেক কর্মী নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাতে শহরের সিনেমা হল মার্কেটের সামনে জাবেদ রহমান জয় (১৯) নামের ওই ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত করা হয়। তিনি জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সঙ্গে শহরের নতুন বস্তি এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের বুধবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০-১২ জনের সঙ্গে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। এতে তার ভুড়ির কিছু অংশ বের হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। পরে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
আরো পড়ুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি
চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেছেন, “ওই তরুণের হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিল। পেটের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমরা ভুড়ি ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করি।”
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেছেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনের নাম জানা গেছে— একজন আল আমিন, আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দুজনেই ছাত্রদলের সাথে জড়িত বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চালাচ্ছে।
ঢাকা/নাঈম/রফিক