লন্ডনে এবার প্রকাশ্যে এলেন সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত
Published: 24th, June 2025 GMT
যুক্তরাজ্যের লন্ডনে এবার প্রকাশ্যে এলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত।
আবু সাঈদ জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত যোগ দেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে আবু সাঈদ ও হাবিবে মিল্লাত আত্মগোপনে ছিলেন। তাঁরা এই প্রথম প্রকাশ্যে এলেন।
এ নিয়ে গত ১১ মাসে লন্ডনে আওয়ামী লীগের সাবেক তিন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, পাঁচ সংসদ সদস্য ও এক মেয়রকে প্রকাশ্যে দেখা গেল।
আগে যাঁদের প্রকাশ্যে দেখা গিয়েছিল, তাঁরা হলেন—সাবেক মন্ত্রী আবদুর রহমান, হাছান মাহমুদ ও শ ম রেজাউল করিম; সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী; সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল লন্ডনে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভারত থেকে ভাষণ দেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের মঞ্চে আব্দুর রহমান, হাসান মাহমুদ, রেজাউল করিম, শফিকুর রহমান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ, রনজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককেও মঞ্চে দেখা যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রক শ য আসন র স র রহম ন অন ষ ঠ মন ত র আওয় ম
এছাড়াও পড়ুন:
মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
দেশ ও জাতির অহংকার, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৬শে জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী'কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া'কে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর ১১ সদস্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান নারায়ণগঞ্জ জেলা কমান্ডের এই এডহক কমিটি ঘোষণা করেন।
এডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।
সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে।
কমিটি গঠনের খবর জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের আশা, সংগঠনটি এই কমিটির নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।