রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Published: 24th, June 2025 GMT
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক, তারাব পৌরসভা ও কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দঘন পরিবেশ এবং জমকালো বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী এবং মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। মঙ্গলবার (২৪ জুন) রূপগঞ্জের বরাব আনন্দ পল্লী রিসোর্টে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল এগারোটায় স্বেচ্ছাসেবক দল বানান বিএনপির ফুটবল খেলা। এরপর মহিলা দলের নেত্রীর অংশগ্রহণে হাঁড়ি ভাঙ্গা খেলা, সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন দেশীও খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ঈদ র পগঞ জ উপজ ল ত র ব প রসভ র সদস য ব এনপ র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
আড়াইহাজারে মো. কবির হোসেন (৪৯) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. কবির হোসেন আড়াইহাজার উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত আ. করিম ও সাহিদা বেগমের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে নরসিংদী, ফরিদপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।