মার্কিন বিমান হামলার ফলে ইরানের তিনটি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, আমরা অন্তত এক থেকে দুই বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছি— গোয়েন্দা বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে। 

এছাড়া তিনি ইরানে হওয়া ওই মার্কিন হামলাকে সাহসী ও কার্যকর অভিযান বলেও অভিহিত করেন।

এর আগে গত ২১ জুন যুক্তরাষ্ট্র যখন বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানে হামলা করতে পাঠায়, তখন থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম-কেউ কখনও যেমন ধ্বংস হতে দেখেনি, তেমনভাবে শেষ করে দেওয়া হয়েছে।

তবে তেহরান এখন পর্যন্ত সরাসরি জানায়নি কতটা ক্ষতি হয়েছে। দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অবশ্য বলেছেন, হামলায় হওয়া ক্ষয়ক্ষতির বিষয়টি ট্রাম্প অতিরঞ্জিত করেছেন। এর আগে বেশ কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, মূল অবকাঠামো নষ্ট না হওয়ায় ইরানের কর্মসূচি কেবল কয়েক মাসের জন্য বিলম্বিত হয়েছে।

তবে কিছু ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরমাণু স্থাপনায় “গুরুতর ক্ষতি” হয়েছে।

এদিকে হামলার প্রকৃত পরিণতি এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারণ, ইরানের গোপন ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ক্ষতি উপগ্রহ চিত্রের মাধ্যমে পুরোপুরি বোঝা যায় না।

হামলার আগে ফোর্দো এলাকা থেকে ট্রাক বেরিয়ে যাওয়ার ছবি পাওয়া গেছে। ফলে ধারণা করা হচ্ছে, কিছু ইউরেনিয়াম মজুদ হয়তো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলার পরে তারা রেডিওধর্মী বিকিরণের তীব্রতা বাড়তে দেখেনি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পরম ণ পরম ণ

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের চাচাত ভাই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাত ভাই হিসেবে পরিচয় দিতেন শামীম রহমান (৩৩) এক নামে এক যুবক। শুধু তারেক রহমানের ভাই নন, এসএসসি পান না করলেও ব্যারিস্টার হিসেবে বিভিন্ন জনের কাছে পরিচয় দিতেন তিনি। দীর্ঘদিন তিনি এই দুই পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। সর্বশেষ বগুড়ার দুই রাজনৈতিক ব্যক্তিকে কেন্দ্রীয় যুবদল ও বগুড়া জেলা যুবদলের পদ পাইয়ে দেবার কথা বলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা ৪নং সেক্টর থেকে তাকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি গ্রেপ্তার করে। তাকে বগুড়ায় নিয়ে আসার পর দুপুর ২টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো জানান।

গ্রেপ্তার শামীম রহমান বগুড়ার নিশিন্দারা কারবালা এলাকার মৃত লীলু মিয়ার ছেলে।

আরো পড়ুন:

বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা বিএনপি করেছে: তারেক রহমান

অধ্যাপক ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী নামে দুজনের সঙ্গে শামীম রহমানের পরিচয় হয়। সেই সময় শামীম নিজেকে তারেক রহমানের চাচাত ভাই হিসেবে পরিচয় দেন। আর পেশা হিসেবে নিজেকে ব্যারিস্টার বলে দাবি করেন। পরিচয়ের একপর্যায়ে তাদের দলীয় পদ পাইয়ে দেয়ার লোভ দেখান শামীম। পরবর্তীতে গত ২২ জুন শামীম মোবাইল ফোনে ইমরান ও রব্বানীকে বগুড়ার মমইন কফিশপে ডেকে নেন। সেখানে যাওয়ার পর ইমরান হোসেনকে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের পদের জন্য ২ লাখ এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেয়ার কথা বলে ১ লাখ  টাকা দাবি করেন। আলাপচারিতা শেষে ইমরান হোসেন নগদ ৩০ হাজার ও গোলাম রব্বানী ২০ হাজার টাকা দেন শামীমকে। এ ঘটনার পর ইমরান ও রব্বানী খোঁজ নিয়ে জানতে পারেন, শামীম রহমান নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাত ভাই নেই।

বিষয়টি নিয়ে হারুন-উর রশিদ নামে এক ব্যক্তি বুধবার (২ জুলাই) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের টিম মাঠে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরা থেকে শামীম রহমানকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান আরো জানান, শামীম রহমান এসএসসি পাস করেননি। তিনি কোনো ব্যারিস্টার নন। তাকে গ্রেপ্তারের সময় বিভিন্ন কোম্পানির সিম কার্ড, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড ও নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ