কুষ্টিয়ায় বৃহত্তর চালের মোকামে অভিযান, জরিমানা
Published: 4th, July 2025 GMT
চালের বাজার অস্থির। গেল তিন সপ্তাহ ধরে এ অস্থিরতা রয়েছে। সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা করে।
এমন অবস্থায় দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এসময় অতিরিক্ত চাল মজুত, ওজনে কম দেওয়া ও পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এবং অবৈধভাবে চালের নাম সর্বস্ব মোড়কজাত বস্তা ব্যবহারের অভিযোগে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটোরাইস মিলকে ২০ হাজার টাকা ও দাদা অটোরাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম। এটি মিনিকেট ও সরু চালের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।
ঢাকা/কাঞ্চন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শত্রুঘ্ন–মমতা–সৌরভ এক মঞ্চে
চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারও কলকাতা পরিণত হয়েছে সিনেমার শহরে—এক উৎসবের নগরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।
উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী ছবি—উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘সপ্তপদী’।
এ বছর উৎসবের আয়োজন কিছুটা সংযত হলেও গাম্ভীর্য ও ঐতিহ্যে ছিল পূর্ণ। বলিউডের বড় তারকাদের উপস্থিতি না থাকলেও দেশ–বিদেশের সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের আমেজ ছিল স্পষ্ট।