নির্বাচনের সময় নির্ধারণে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে: এনসিপি
Published: 5th, August 2025 GMT
প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেখানে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আজ মঙ্গলবার রাতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মুঠোফোনে আরিফুল ইসলাম প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনো সুরাহা হয়নি। এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে।
যদিও জাতীয় নির্বাচনের এই ঘোষণায় এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে হলে তিনি আরও বলেন, তাঁরা জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। অবশ্য প্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি বলেও মনে করেন তাঁরা।
এ বিষয়ে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিষয়টি ঘোষণাপত্রে আরও ভালোভাবে উল্লেখ করা যেত। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখই করা হয়নি। এ ছাড়া নব্বইয়ের তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ার বিষয়টাও প্রকাশিত ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর ফ ল ইসল ম র ব ষয়ট এনস প
এছাড়াও পড়ুন:
ড্রোন প্রদর্শনীতে তুলে ধরা হলো আওয়ামী লীগ শাসনামলের নানা অপকর্মের চিত্র
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘ড্রোন প্রদর্শনী’র মাধ্যমে আওয়ামী লীগ শাসানমলের নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে প্রদর্শনীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘৩৬ জুলাই উদ্যাপন’ উপলক্ষে ‘Do you Miss me?’ শীর্ষক এই ড্রোন প্রদর্শনী করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রাত ১১টায় করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করে। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রদর্শনীর সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন ‘৩৬ জুলাই উদ্যাপনে’ ড্রোন শো। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবন এলাকায়