বাংলাদেশি অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মুখ খুললেন
Published: 6th, August 2025 GMT
ভারতীয় ভুয়া নথি নিয়ে কলকাতায় অবৈধ বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল। গত ৩০ জুলাই রাতে পার্ক স্ট্রিট থানা পুলিশ (যাদবপুর থানা এলাকা থেকে) তাকে গ্রেপ্তার করে। ফলে দুই বাংলায়ই আলোচনার রয়েছেন এই অভিনেত্রী।
২০২০ সালের দিকে কলকাতার পরিচালক, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী রাজিব কুমার বিশ্বাসের বিরুদ্ধে হোটেলে রাত কাটানোর কুপ্রস্তাবের অভিযোগ করেছিলেন শান্তা পাল। পুরোনো ব্যাপারটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। দীর্ঘদিন পর ব্যাপারটি নিয়ে নীরবতা ভাঙলেন রাজীব।
ভারতীয় একটি গণমাধ্যমে রাজীব বিশ্বাস বলেন, “আমিও শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন, আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। আমি ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি। আর ওর দাবি, ২০১৯ সালে আমি সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেছি।”
আরো পড়ুন:
‘কিরে, কেমন লাগছে?’, রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়
দেবের সঙ্গে শুভশ্রী, রাজের কী ঘুম হারাম?
শান্তা পাল দাবি করেছিলেন, ফেসবুক মেসেঞ্জারে তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন রাজীব। কিন্তু এই নির্মাতার নামে ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এ নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রাজীব বিশ্বাস বলেন, “এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলেন সেটাই বুঝতে পারি না।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, বেলা ১১টায় একই স্থানে গোসলে নেমে নিখোঁজ হয় সে।
সামাদ সিদ্দিকী মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি
‘চালকের ঘুমই’ চিরঘুমে পাঠাল সাতজনকে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার খুলনা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও তার বন্ধুরা একসঙ্গে গোসলে নামেন। এ সময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে একই স্থান থেকে সামাদের মরদেহ উদ্ধার করে।
শাহাদাৎ হোসেন বলেন, ‘‘নিখোঁজ পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’’
কুয়াকাটা নৌ পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘‘মৃত পর্যটকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইমরান/রাজীব