আশুগঞ্জের এসি ল্যান্ডকে ‘মুজিববাদের সমর্থক’ দাবি করে প্রত্যাহার চাইল এনসিপি
Published: 6th, August 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনকে ‘মুজিববাদের সমর্থক’ দাবি করে তাঁকে প্রত্যাহারসহ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আজ বুধবার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এনসিপির উপজেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী, দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম আহ্বায়ক মো.
গতকাল মঙ্গলবার বিকেলে ভূমি কার্যালয় চত্বরে জুলাই শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করে এনসিপি। অনুমতি ছাড়াই অনুষ্ঠান করতে গেলে সকালে এনসিপির নেতাদের বাধা দেন সহকারী কমিশনার (ভূমি)। এ সময় বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ওই কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এনসিপির নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে থানায় জিডি করেন কাজী তাহমিনা সারমিন।
আজ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এনসিপি নেতা আমিনুল ইসলাম বলেন, গত ১৬ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণা ও মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। মাহফিলের স্থান হিসেবে উপজেলা ভূমি কার্যালয়ের পাশে ‘শহীদ মীর মুগ্ধ চত্বরে’ অনুমোদন চাওয়া হলে উপজেলা প্রশাসন অনুমতি দেয়। যাবতীয় নিয়মাবলি মেনে অনুষ্ঠানটি আয়োজনে ওই চত্বরকে স্থান হিসেবে নির্ধারণ করা হয়। বিগত ফ্যাসিবাদী আমলে চত্বরটির নাম ছিল ‘বঙ্গবন্ধু চত্বর’। ৫ আগস্টের পর উপজেলা বিএনপি, জামায়াতের শীর্ষ নেতারাসহ গণ-অভ্যুত্থানে অংশীজনের পরামর্শে চত্বরটির নামকরণ করা হয় ‘মীর মুগ্ধ চত্বর’।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘৫ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য উপজেলা এনসিপির নেতারা চত্বরে অনুষ্ঠান আয়োজনের কাজ করতে গেলে এসি ল্যান্ড কাজী তাহমিনা সারমিন বাধা দেন এবং অনুষ্ঠান বন্ধ করার জন্য বলেন। এ সময় এসি ল্যান্ড বলেন, “বঙ্গবন্ধু চত্বরে জুলাইয়ের কোনো অনুষ্ঠান করা যাবে না। ৫ আগস্টে এই চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় আপনারা কোথায় ছিলেন?” এরপরে তিনি এনসিপি নেতাদের গ্রেপ্তারের হুমকি দিয়ে চলে যান। পরে সেই স্থানে দোয়া মাহফিল করতে কোনো আইনি বাধা না থাকায় আমরা সাংবিধানিক অধিকার অনুযায়ী সেখানে দোয়া মাহফিল সম্পন্ন করি।’
লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে নিয়মিত শেখ পরিবারের জন্মোৎসবসহ রাজনৈতিক অনুষ্ঠান হতো। শহীদদের স্মরণে অনুষ্ঠানে এসি ল্যান্ড বাধা দিয়ে ক্ষান্ত হননি; সঙ্গে ফ্যাসিবাদের আইকন মুজিবের ম্যুরাল ভেঙে ফেলায় মর্মাহত হয়েছেন। এর মাধ্যমে তিনি মুজিববাদের একজন কট্টর সমর্থক হিসেবে প্রমাণ করেছেন। পরে আমরা জানতে পারি, এসি ল্যান্ড এনসিপি নেতাদের নামে আশুগঞ্জ থানায় কিছু মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন। এতে এনসিপির বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। অনতিবিলম্বে মুজিববাদী এই এসি ল্যান্ডকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে প্রশাসনের অনুমতি না নিয়ে অনুষ্ঠান করা, সহকারী কমিশনারকে (ভূমি) বদলির হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে এনসিপি নেতারা কোনো উত্তর দেননি। যোগাযোগ করলে জেলার সমন্বয়ক আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসি ল্যান্ড মৌখিক অনুমতি দিয়েছে। আমরা কি শহীদদের জন্য দোয়া মাহফিল করতে পারি না? উনি (এসি ল্যান্ড) অনুষ্ঠানের অনুমতি দেবে কেন? যারা রক্ত দিয়েছে, তাদের জন্য দোয়া মাহফিল করেছি। এখন আমাদের কী অনুমতি লাগবে? জেলা প্রশাসন বরাবর এ জন্য কী দরখাস্ত লাগবে?’
অভিযোগের বিষয়ে কাজী তাহমিনা সারমিন প্রথম আলোকে বলেন, ‘৫ আগস্টের সময় আমার দপ্তরে ভাঙচুর, চুরি ও লুটপাট হয়েছে। তখন আপনারা কোথায় ছিলেন বলেছিলাম, ম্যুরাল ভাঙচুর নিয়ে কোনো কথা বলিনি। কর্তৃপক্ষের নির্দেশে ৫ আগস্টের পর চুরি ঠেকাতে ও মাদকসেবীদের কাছ থেকে দপ্তর নিরাপদ রাখতে অস্থায়ী টিনের বাউন্ডারি দিয়ে রেখেছিলাম। কারণ, দপ্তরে চুরি হতো এবং মানুষ এসে নেশা করত।...যেখানে ম্যুরাল ভাঙা নিয়ে কোনো কথাই হয়নি, সেখানে মর্মাহত হব কেন? আর আমি এটি বলতে যাব কেন?’ তিনি বলেন, ‘তারা অনুষ্ঠান আয়োজনের কোনো অনুমতি নেয়নি। উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আমাকে বদলির হুমকি দিয়েছেন। এখন তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ অপসারণের দাবি করছেন।’
আরও পড়ুনআশুগঞ্জে সরকারি কার্যালয় চত্বরে অনুষ্ঠান ঘিরে এসি ল্যান্ডের সঙ্গে এনসিপি নেতাদের বাগ্বিতণ্ডা, জিডি০৫ আগস্ট ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম ন ল ইসল ম সমন বয়ক র অন ষ ঠ ন ম জ বব দ র উপজ ল ৫ আগস ট এনস প র র জন য সহক র
এছাড়াও পড়ুন:
চুয়েটে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আছে খণ্ডকালীন কাজের সুযোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চারটি অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT)-এর আওতায় ‘Establishment of Advanced Materials Research Laboratory for Energy Storage Capacity Enhancement’ শীর্ষক উপপ্রকল্প (SPP-13266) বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন (০৩ বছর) সময়ের জন্য এ নিয়োগ দেওয়া হবে। চাকরিতে পার্টটাইম (খণ্ডকালীন)-এর সুবিধা আছে।
পদের নাম ও বিবরণ১. অফিস সেক্রেটারি
পদসংখ্যা: ০১
আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল সাইন্স বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/সমমান বা মাস্টার্স/সমমান বা পিএইচডি/সমমান ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন (সর্বসাকল্যে): ৩০,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
আরও পড়ুন৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ক্যালেন্ডার অনুযায়ী, বলছে পিএসসি৫ ঘণ্টা আগে২. কম্পিউটার অপারেটর/টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/বোর্ড থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে জিপিএ–২.৫০/সমমানসহ স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট (ফিজিক্যিাল সাইন্স/তড়িৎ কৌশল/স্টোরেজ ডিভাইস) বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অথবা প্রার্থীকে বিএসসি পাস এবং সংশ্লিষ্ট টেকনোলজিতে ০৬ মাস মেয়াদি ট্রেডকোর্স অথবা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 2D materials synthesis and storage capacity measurement সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন (সর্বসাকল্যে): ২০,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
আরও পড়ুনলন্ডন স্কুল অব ইকোনমিকসে ফ্রি অনলাইন কোর্স, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সুযোগ ৮ ঘণ্টা আগে৩. অ্যাকাউনটেন্ট (অতিরিক্ত দায়িত্ব, পার্টটাইম)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে Accounting/Finance or Commerce- এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রকিউরমেন্ট কাজে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন (সর্বসাকল্যে): ৮,০০০ টাকা
আরও পড়ুনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এডি পদে চাকরি, নবম গ্রেডে নেবে ২৫ জন ৭ ঘণ্টা আগে৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে।
মাসিক বেতন (সর্বসাকল্যে): ১৬,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
সংশ্লিষ্ট পদের নিয়োগ–সংশ্লিষ্ট শর্তাবলি বিস্তারিত ওয়েবসাইট: -এ পাওয়া যাবে।
আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২১ সেপ্টেম্বর ২০২৫