ঢাকার বিজয় র্যালিতে জেলা বিএনপির বিশাল শোডাউন
Published: 6th, August 2025 GMT
ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিএনপির বিজয় র্যালিতে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজা হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই বিজয় র্যালির আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে কেন্দ্র ঘোষিত বিজয় র্যালিকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে। পরে বিশাল মিছিল নিয়ে বিজয় র্যালি অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আঃ হাই রাজু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র ল ইসল ম র রহম ন ব এনপ র ব জয় র সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি
সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে যৌথভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।
‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার (০৪ আগষ্ট) দুপুরে সোনারগাঁ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন(সোনারগাঁ জাদুঘর) এর ভিতরে বিভিন্ন প্রজাতির গাছে শতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক(উপসচিব) কাজী মাহবুবুর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক এ কে আজাদ সরকার,মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।
কাজী মাহবুবুর আলম বলেন,পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সবার কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে।
তিনি আরও জানান, পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, বাংলাদেশ তথ্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. শামীম হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, বিজয় টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক, এনটিভির অনলাইন প্রতিনিধি কামরুল হাসান,জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁয়ের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার পনির,নয়া শতাব্দী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফয়সাল আহমেদ,পরিবেশকর্মী আল আমিন, সিফাত সহ প্রমুখ।