নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায়  ফুটপাতের দখলদারিত্ব নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান নামে আরেক হকার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বিমান সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে মেহেদী, ফুল বিক্রি করে। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছকে বসানোর পায়তারা করছে।

বৃহস্পতিবার সকালে মেহেদী বিক্রি করছিলো ইমান এসময় গাউছ এসে তার মেহেদী ফেলে দেয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে গাউছ বিমানকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 


 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আব্দুদ দাইয়ান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জেলা ইসলামী ঐক্যজোট।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নতুন কোর্ট সংলগ্ন দলটির জেলা কার্যালয়ে আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির। নারায়ণগঞ্জ ৩ আসনের এ মাওলানা আব্দুদ দাইয়ানের নাম ঘোষণা করা হয়।

এর আগে, প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির বলেন, ‘জুলাইয়ের সেই অভ্যুত্থান ছিল সর্বস্তরের জনসাধারণের। এই অর্জনকে কেউ কুক্ষিগত করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে।

কারণ আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই, তবে নতুন করে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে। আমরা চাই একটি শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ- যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে।’

সভায় উপস্থিত ছিলেন জেলা ঐক্যজোটের সভাপতি আবু সায়েম খালেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মুফতি জামিল আহমেদ, মহানগরের সভাপতি জাকির হোসেন কাসেমী, সহসভাপতি মাকসুদুর রহমান, সোনারগাও থানার সভাপতি আবদুল দাইয়ান, মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুদ দাইয়ান বলেন,“এ মনোনয়ন আমার একার নয়, এটা এলাকার সাধারণ জনতার প্রতি আস্থার প্রতিফলন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের অধিকার, এলাকার উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

স্থানীয় মনে করছেন, এই মনোনয়ন নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে একটি ভিন্নমাত্রা যুক্ত করবে। ইসলামী রাজনীতির পরিপ্রেক্ষিতে এখানে একটি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার  
  • জুলাই ঘোষণাপত্রে ৯ দফার কথা উল্লেখ করা হয়নি: না:গঞ্জে শিবির সভাপতি
  • জুলাই ঘোষণাপত্রে নয় দফার কথা উল্লেখ করা হয়নি: শিবির সভাপতি
  • ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে মহানগর ছাত্রদলের অংশগ্রহণ 
  • ঢাকায় বিজয় র‌্যালিতে মহানগর বিএনপির শোডাউন 
  • কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে ১৩ প্রতিষ্ঠানের স্মারকলিপি 
  • ঢাকার বিজয় র‌্যালিতে জেলা বিএনপির বিশাল শোডাউন
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা দাইয়ান
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আব্দুদ দাইয়ান