ফতুল্লায় জনসচেতনতায় সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম
Published: 7th, August 2025 GMT
জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ওয়াপদাপুল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় বিভিন্ন খালের দূষণরোধে জনসচেতনতামূলক গ্রিন এন্ড ক্লীন এর আওতায় সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখলে রয়েছে। সেসব দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি কারাগারে
সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আসামি আব্দুল মমিন (৪২) এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহ্ মোহাম্মদ জাকির হাসান এই আদেশ দেন। অভিযুক্ত আব্দুল মমিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মমিনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা (নম্বর: ৪৯৯/২৪) দায়ের করেন।
এই মামলায় আব্দুল মমিন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বুধবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে, বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রমতে, আব্দুল মমিন দীর্ঘ দিন ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এমনকি, কাবিন করার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষরও নেন তিনি।
তবে বিয়ের সময় ঘনিয়ে এলে মমিন বিয়ে করতে অস্বীকার করেন। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন।
মমিন পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর নামে অপপ্রচার চালান এবং শারীরিক সম্পর্কের সময় ধারণ করা ভিডিও ও অডিও প্রকাশের হুমকি দেন। সর্বশেষ গত ১২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানহানির চেষ্টা করা হলে, পরদিন (১৩ জুলাই) ভুক্তভোগী নারী জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উপ-পরিদর্শক হজরত আলী জানান, ভুক্তভোগীর কাছ থেকে ধর্ষণের আলামত হিসেবে কিছু ভিডিও ফুটেজ ও অডিও কল রেকর্ড সংগ্রহ করে আদালতে জমা দেওয়া হয়েছে। এসব আলামতের ভিত্তিতেই আদালত পূর্বে মমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত মমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং ভুক্তভোগী নারী যেন ন্যায়বিচার পান, সেই আহ্বান জানিয়েছেন।