জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ওয়াপদাপুল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় বিভিন্ন খালের দূষণরোধে জনসচেতনতামূলক গ্রিন এন্ড ক্লীন এর আওতায় সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখলে রয়েছে। সেসব দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা দাইয়ান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জেলা ইসলামী ঐক্যজোট।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নতুন কোর্ট সংলগ্ন দলটির জেলা কার্যালয়ে আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির। নারায়ণগঞ্জ ৩ আসনের এ মাওলানা আব্দুদ দাইয়ানের নাম ঘোষণা করা হয়।

এর আগে, প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির বলেন, ‘জুলাইয়ের সেই অভ্যুত্থান ছিল সর্বস্তরের জনসাধারণের। এই অর্জনকে কেউ কুক্ষিগত করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে।

কারণ আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই, তবে নতুন করে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে। আমরা চাই একটি শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ- যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে।’

সভায় উপস্থিত ছিলেন জেলা ঐক্যজোটের সভাপতি আবু সায়েম খালেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মুফতি জামিল আহমেদ, মহানগরের সভাপতি জাকির হোসেন কাসেমী, সহসভাপতি মাকসুদুর রহমান, সোনারগাও থানার সভাপতি আবদুল দাইয়ান, মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুদ দাইয়ান বলেন,“এ মনোনয়ন আমার একার নয়, এটা এলাকার সাধারণ জনতার প্রতি আস্থার প্রতিফলন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের অধিকার, এলাকার উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

স্থানীয় মনে করছেন, এই মনোনয়ন নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে একটি ভিন্নমাত্রা যুক্ত করবে। ইসলামী রাজনীতির পরিপ্রেক্ষিতে এখানে একটি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার  
  • উকিলপাড়ায় হকারের ঘুষিতে হকার নিহত
  • জুলাই ঘোষণাপত্রে ৯ দফার কথা উল্লেখ করা হয়নি: না:গঞ্জে শিবির সভাপতি
  • জুলাই ঘোষণাপত্রে নয় দফার কথা উল্লেখ করা হয়নি: শিবির সভাপতি
  • ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে মহানগর ছাত্রদলের অংশগ্রহণ 
  • ঢাকায় বিজয় র‌্যালিতে মহানগর বিএনপির শোডাউন 
  • কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে ১৩ প্রতিষ্ঠানের স্মারকলিপি 
  • ঢাকার বিজয় র‌্যালিতে জেলা বিএনপির বিশাল শোডাউন
  • নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা দাইয়ান