শহীদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
Published: 7th, August 2025 GMT
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের উত্তাপে আন্দোলন পরিণত হয় একদফার লড়াইয়ে। সেই সময়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শাকিলকে গুলি করে পেটোয়া পুলিশ ও সরকারি বাহিনী।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ তিনদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ৭ আগস্ট, বুধবার, বেলা তিনটায় তিনি শহীদ হন।
শহীদ জুলফিকার আহমেদ শাকিল ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শাকিল বেড়ে উঠেছিলেন মিরপুরের ‘আমাদের পাঠশালা’ নামক বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানে। তাঁর জীবন ছিল সংগ্রামে গড়া—স্বপ্ন ছিল মুক্ত মানুষের বাংলাদেশ।
শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সহ-সভাপতি ছাত্রনেতা সৌরভ সেন বলেন,"শহীদ শাকিল ছিলেন মুক্তিকামী মানুষের প্রতিনিধি। তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। দেশের প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে তিনি ছিলেন আপসহীন।"
তিনি আরও বলেন, "শহীদ শাকিল যে আকাঙ্ক্ষায় আত্মত্যাগ করেছেন—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে—সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সর্বশক্তি দিয়ে লড়বে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রায়, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা এবং জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, তাহমিদ আনোয়ার, সরকারি কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরি, ভোলাইল শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ, ফতুল্লার সংগঠক সিয়াম সরকারসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নির্বাচনী সিলসহ গাজীপুরের ৫ বস্তা এনআইডি কার্ড ফতুল্লায় উদ্ধার
ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় গাজীপুর জেলার পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি দ্রুত স্টেডিয়ামের সামনে এসে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা প্রথমে ময়লার বস্তা ভেবে গুরুত্ব না দিলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাগুলো খুলে ভেতরে প্রচুর এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম দেখতে পান তারা।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, "আমি ওই এলাকায় একটি স’মিলের কাজ করছি এবং অনেক দিন ধরে এখানে ময়লা না ফেলার জন্য প্রচারণা চালাচ্ছি। হঠাৎ দেখি সাদা একটি গাড়ি এসে কয়েকটি বস্তা ফেলে যায়। আমার লোকজন গিয়ে দেখে সেখানে এনআইডি কার্ড ও পোলিং অফিসারের কার্ড রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে।"
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলো জব্দ করে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, "পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।"
নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, “উদ্ধার হওয়া সব কার্ড গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের এখানকার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডগুলো পুরনো এবং পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। কীভাবে নারায়ণগঞ্জে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
বর্তমানে উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে।