মাদারীপুর শহরের খাগদি এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মাকসুদা লতিফ খান ক্লিনিক। 

শুক্রবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে ক্লিনিকটির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য কে এম তোফাজ্জল হোসেন সান্টু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান, মহিলা দলের সদস্য সচিব মুনমুন আক্তারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

হেলেন জেরিন খানের পারিবারিক প্রতিষ্ঠান ‘ডু বেটার ফর দি চিলড্রেন’ নামে একটি প্রতিষ্ঠান এই ক্লিনিকের আর্থিক সহায়তা করবেন।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে খাগদি ও আশেপাশের এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, “মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।” 

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। আগামী নির্বাচনে জামায়াত কিংবা এনসিপি কোন দলকেই দুর্বল হিসেবে দেখছে না বিএনপি।”

ঢাকা/বেলাল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে বরিশালের সড়কে জুমার নামাজ আদায়

‘এই মুহূর্তে দরকার সারা দেশের স্বাস্থ্যখাতের সংস্কার, এই মুহূর্তে দরকার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কার’  এই স্লোগানে দ্বাদশ দিনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। তারা জুমার নামাজ সড়কে আদায় করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের গোল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা।

আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসলে প্রতিটি ক্ষেত্রে হয়রানীর স্বীকার হতে হয়। প্রথমে রোগী নিয়ে আসার পর ট্রলি আনতে গেলে দিতে হয় ১০০ টাকা, নার্সদের দিতে হয় ১০০ টাকা, সিস্টারদের দিতে হয় ১০০ টাকা, আয়াকেও দিতে হয় ১০০ টাকা। রাত ১০টার পরে হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন না।”

আরো পড়ুন:

ফরিদপুরে টিটিসি শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

৭১ এর গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

“জরুরি বিভাগেরও একই অবস্থা। মাঝে মধ্যে জরুরি বিভাগে ডাক্তার পাওয়া গেলেও তাদের অবহেলায় রোগী ও তাদের স্বজনদের সিমাহীন দুর্ভোগ পোহাতে হয়। মূলত ইর্ন্টান চিকিৎসকদের ওপর ভরসা করে চলছে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বাস্থ্য সেবা”, যোগ করেন তিনি।

মহিউদ্দিন রনি বলেন, “চিকিৎসকদের অবহেলায় প্রায় প্রতিনিয়ত রোগীদের প্রাণহানী ঘটছে। তেমনি হাসপাতালের স্টাফদের অর্থ বাণিজ্যের কারণে রোগীর স্বজনদের পকেট খালি হচ্ছে। এ অবস্থা দেশের প্রতিটি সরকারি হাসপাতালের। এ কারণে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলন কর্মসূচি শুরু করা হয়েছে।”

আন্দোলকারীদের দাবি, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। 

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ