নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হিন্দু সম্প্রদায়ের রেখে যাওয়া প্রায় আড়াইশত কোটি টাকা মূল্যের ৩ একর ৮৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে কাড়াকাড়ি।

ফলে এ জমি দখল মুক্ত ও বিএস জরিপে যেন কোন ব্যক্তির নামে রেকর্ডভূক্ত না করা হয় সে দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় মধ্য সানারপাড়া এলাকায় এ মানববন্ধন হয়। 

মানবন্ধনে বক্তারা বলেন, খোর্দ্দঘোষপাড়া মৌজার ৫ টি খতিয়ানে ৩ একর ৮৬ শতাংশ জমির মালিক ছিলেন হিন্দুসম্প্রদায়। ১৯৪৭ সালে তারা চলে যান ভারতে। ফতুল্লার হরিহরপাড়ার মৃত মথুরা মোহন সাহার ২৪০ শতাংশ ও শ্রীবা চন্দ্র রায়ের ৭৪ শতাংশ জমির ভুয়া কাগজপত্র বানিয়ে আশির দশক থেকে দখল ও বেচা কিনা শুরু হয়। 

অচেনা হিন্দু নারী-পুরুষদের দাতা বানিয়ে করা হয় ভূয়া দলিল। যার সংখ্যা ৫০ টির উপরে। ভুয়া দলিলে মালিক সেজে জমির চার পাশে গড়ে উঠে বসতি। তবে নবলক্ষী দেব্যার ৭২ শতাংশ খাস হিসেবে আরএস রেকর্ড হয়। ফলে বাকি ৩১৪ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক দাবি করে ২০০৫ সালে দখলের চেষ্টা চালায় বিডিডিএল নামক একটি প্রতিষ্ঠান। তবে সুবিধা করতে পারেনি। 

বর্তমান দরে প্রায় আড়াইশত কোটি টাকা মূল্যের এ জমিতে ২০২২ সালে নজর পড়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নাসিকের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের। তিনি তার ঘনিষ্ট সহযোগী সাজু ডেভেলপার্স লিমিটেডের মালিক শাহজাহান সাজুকে নিয়ে সন্ত্রাসী কায়দায় বসতিদের বাড়ি-ঘর ভেঙে উচ্ছেদ করেন। 

পরে বালু ভরাট করে প্লট বানিয়ে বিক্রি করার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় তারা সফল হতে পারেনি। মানববন্ধনে ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, এ জমির উত্তরপাশে আমার বাড়ি ছিল। 

৫০ বছর ধরে বসবাস করে আসছিলাম। বাদলের সন্ত্রাসী বাহিনী আমাকে উচ্ছেদ করে দেয়। একই অভিযোগ করেন আরেক ভুক্তভোগী মো.

ইমরান হোসেনসহ অনেকই। খাস ৭২ শতাংশের অধিকাংশই দখল হয়ে গেছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, সাজু ডেভেলপার্স ও সাবেক কাউন্সিলর বাদলের ক্যাডার বাহিনী অমানবিক তাণ্ডব চালিয়ে এ জমি দখল করে। পরে ভূয়া কাগজ বানিয়ে মালিক সেজে প্লট বানিয়ে বিভিন্ন লোকজনের কাছে বিক্রিও করেছে। 
একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করার তথ্যপ্রমান রয়েছে। বিএনপির এ নেতা বলেন, অত্র এলাকায় কোন কবরস্থান নেই। এ জমি উদ্ধার করে সরকারি প্রয়োজনে ব্যবহার অথবা জনস্বার্থে কিছু অংশে কবরস্থান করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।   

সানারপাড়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বর্ণালী সংসদের যুগ্ন সম্পাদক সুমন মুন্না বলেন, দেশের পটপরিবর্তনের পর এ জমি দখল করতে স্থানীয় বিএনপির প্রভাবশালী কিছু নেতা উঠেপড়ে লেগেছে। 
সাজু ডেভেলপার্সের লোকজনের সঙ্গে আাঁতাত করে সমঝোতার মাধ্যমে ভাগবন্টন করে চলমান বিএস জরিপে নিজেদের নামে রেকর্ড করার চেষ্টা শুরু করেছে। তাই সরকার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি কোন ব্যক্তির নামে যাতে এ জমি রেকর্ড না হয়। 
 

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ সিদ্ধিরগঞ্জে হিন্দুদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ২ বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার  ৩ বন্দরে গ্যারেজে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুট : আহত ৪     ৪ বন্দরে সন্ত্রাসী হামলায় মা-ছেলে আহত  ৫ ফতুল্লার সেই বিএনপিকর্মী ইব্রাহিম মারা গেছেন ৬ নাসিক প্রশাসককে আমরা নাঃগঞ্জবাসী’র স্মারকলিপি পেশ ৭ শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ৮ নারায়ণগঞ্জে রঙতুলির আঁচড়ে সেজে উঠছে দেবী দুর্গা ৯ নির্বাচনী সিলসহ গাজীপুরের ৫ বস্তা এনআইডি কার্ড ফতুল্লায় উদ্ধার ১০ “আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত ১১ ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মোহাম্মদ আলী এখন যুবদল নেতা! ১২ মডেল গ্রুপের মাসুদুজ্জমানের বিএনপিতে যোগদান ১৩ শারদীয় দুর্গাপূজায় কোন নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা  ১৪ শুভ মহালয়া আজ ১৫ সোনারগাঁয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের ১৬ লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা মন্ডপ পরিদর্শনে পূজা ফ্রন্টের নেতারা ১৭ বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি জিহাদ গ্রেপ্তার ১৮ বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ২ পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩ ১৯ সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের প্রধান আ’লীগ নেতা মেহেদী গ্রেপ্তার ২০ রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে  কুরুচিপূর্ণ মন্তব্য , যুবক গ্রেপ্তার  ২১ বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, হামলার শিকার জামায়াত নেতা ২২ রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন ২৩ বিশ্বমানের রেস্টুরেন্ট ‘রেড চপস্টিক’ এবং কে’স ক্যাফে’র উদ্বোধন ২৪ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাথে এনজিবির মতবিনিয় ১ প্রচারনার শেষ দিনে আইনজীবীদের দ্বারে দ্বারে সবুজ প্যানেলের প্রার্থীরা ২ গ্রেপ্তারের পর মিথুনের মাদক ব্যবসা রাব্বির হাতে ৩ ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু ৪  নারায়ণগঞ্জের নয়া পুলিশ সুপার জসীম  উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে ৫ ফতুল্লায় কিশোর গ্যাং লিডার ইভন প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন ৬ শহরে অটো রিকসা, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান প্রবেশ নিষিদ্ধের আহবান ৭ সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় প্রথম চার্জশিট দাখিল ৮ ইভন হত্যার মূলহোতা সাইফুল গ্রেফতার  ৯ সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার ১০ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক প্রকাশ সকল খবর

আরো পড়ুন  

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার 

বন্দরে গ্যারেজে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুট : আহত ৪    

বন্দরে সন্ত্রাসী হামলায় মা-ছেলে আহত 

ফতুল্লার সেই বিএনপিকর্মী ইব্রাহিম মারা গেছেন

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

নির্বাচনী সিলসহ গাজীপুরের ৫ বস্তা এনআইডি কার্ড ফতুল্লায় উদ্ধার

ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মোহাম্মদ আলী এখন যুবদল নেতা!

সোনারগাঁয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ সন ত র স র কর ড উদ ধ র ব এনপ সরক র

এছাড়াও পড়ুন:

মাজার ভাঙার ঘটনায় সরকার অপরাধীদের গ্রেপ্তার করেছে, এমন প্রমাণ নেই: ফরহাদ মজহার

দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা ও মাজারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘মাজার ভাঙা একটা ফৌজদারি অপরাধ। এ সরকার এখন পর্যন্ত মাজারে যেসব ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, সেসব অপরাধীকে গ্রেপ্তার করেছে কিংবা বিচারের প্রক্রিয়ায় এনেছে, এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই।’

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধনে এসব কথা বলেন ফরহাদ মজহার। ‘ভাব বৈঠকি’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুফিবাদের অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সভায় ফরহাদ মজহার বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি করছি, তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, এটা সরকারের মারাত্মক দুর্বলতা। এই দুর্বলতার সুযোগে একের পর এক মাজার ভাঙা হয়েছে।’

মাজার ভাঙার ঘটনায় আন্তর্জাতিকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। তিনি বলেন, ‘একজন মৃত মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ড. ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ন হয়েছে, আমি জানি না তিনি এটা পরিষ্কার বুঝতে পারছেন কি না। এটা প্রকট মানবাধিকারের লঙ্ঘন। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

আরও পড়ুনযেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার২৫ এপ্রিল ২০২৫

ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা গণতন্ত্রের মূল কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, প্রত্যেকের ধর্ম তাঁরা তাঁদের নিজের মতো করে যেন চর্চা করতে পারেন, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার এই দায়িত্ব পালন করছে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ঐশী নগরের মহাসচিব আনিস জাফরী, বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার, এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক নফিউল ইসলাম, শিক্ষা আন্দোলনকর্মী পঙ্কজনাথ সূর্য প্রমুখ।

মানববন্ধন থেকে আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় সুফি ঐক্যে’র ব্যানারে একটি জাতীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ধর্ম, সংস্কৃতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি দল দ্রুত বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা করবেন বলেও জানানো হয়।

আরও পড়ুনরাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফরহাদ মজহার১৯ আগস্ট ২০২৫আরও পড়ুনবিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস: ফরহাদ মজহার১৯ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিএনপির পরিচয়ে’ মাঠ দখল করে মার্কেট, উচ্ছেদ করলেন বিএনপি নেতারা
  • রংপুরে সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা
  • ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন
  • সহ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
  • রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
  • রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন
  • পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
  • অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবিতে মানবব
  • মাজার ভাঙার ঘটনায় সরকার অপরাধীদের গ্রেপ্তার করেছে, এমন প্রমাণ নেই: ফরহাদ মজহার