এশিয়া কাপে খেলবেন না বুমরাহ, বিকল্প কে?
Published: 8th, August 2025 GMT
ইংল্যান্ড সফর শেষ হয়েছে মাত্রই। এবার ভারতের নজর আগামী মাসে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ এশিয়া কাপে। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল। শক্তিশালী এই স্কোয়াডের প্রায় সব বিভাগই সমান ভারসাম্যপূর্ণ। তবে একটা বড় প্রশ্ন রয়ে গেছে।
সে প্রশ্নের কেন্দ্রবিন্দু জসপ্রিত বুমরাহ। সাম্প্রতিক সময়ে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা কাজের চাপ নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিস্তর আলোচনা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে তিনি খেলেছেন মাত্র তিনটিতে। বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। এখন এশিয়া কাপের আগে তাকে দিতে হবে ফিটনেস টেস্ট।
যদি বুমরাহকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়, তবে তার পরিবর্তে ভারতের চাই একটি শক্তিশালী ও কার্যকর পেস বিকল্প। নিচে থাকছে এমন তিনজন পেসারের নাম, যারা প্রয়োজনে এশিয়া কাপে বুমরাহের জায়গা নিতে পারেন।
আরো পড়ুন:
১৭ বছর বয়সেই অধিনায়ক হয়ে ‘জ্যাক ভুকুসিচের’ ইতিহাস
পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না ফোর্ডের
১.
মোহাম্মদ সিরাজ:
ট্রেন্ডে থাকা অল ফরম্যাটের সিরাজের প্রায় সবাই শৈল্পিক ও পরিশীলিত বোলিং দেখে অভ্যস্ত। যদিও জুলাই ২০২৪- এর পর থেকে তিনি টি-টোয়েন্টি দলে ফিরেননি। তবে তার ইকোনমি রেট (৭.৭৯) এবং ২০২৫ আইপিএলে ১৫ ম্যাচে নেওয়া ১৬ উইকেট তাকে প্রথম বিকল্প করে তোলে।
২. প্রসিদ্ধ কৃষ্ণ:
গুজরাট টাইটানসের তরুণ লম্বা বোলার কৃষ্ণ। আইপিএল ২০২৫-এ তার দলকে প্লে-অফে তুলেছেন দারুণ খেলে হিসেবে। ইউএইয়ের ধীর উইকেটে তার ‘হিট-দ্য-ডেক’ বোলিং মারকুটে হতে পারে বুমরাহের অনুপস্থিতিতে। হয়ে উঠতে পার এক্স-ফ্যাক্টরও। সম্ভাব্য তালিকায় তার নামও রাখা যায়।
৩. হর্ষিত রানা:
গৌতম গম্ভীরের আস্থার তালিকায় রয়েছেন রানাও। আইপিএলে গত দুই মৌসুমে দারুণ পারফর্ম করেছেন। খুবই দ্রুতগতির বোলিং এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময় উইকেট নেওয়ার সক্ষমতার জন্য তিনি অন্যতম বিকল্প হতে পারেন।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১২ আগস্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে প্রথম এবং ৩০ জুন, ২০২৫ তারিখে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এনটি/ইভা