আনন্দধারার প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান
Published: 8th, August 2025 GMT
সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে চারটি বিভাগে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সাধারণ সম্পাদক উত্তম সাহার সঞ্চালনায় অনুষ্ঠনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ লেখক অধ্যাপক আনু মুহাম্মদ, কবি সাংবাদিক হালিম আজাদ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল।
আনু মুহাম্মদ বলেন, আমরা আমাদের শিশু-কিশোর, তরুণদের ক্ষমতা বুঝতে পারিনা। চব্বিশের অভ্যুত্থান সহ বিভিন্ন সময়ের বিদ্রোহ, আন্দোলনে, অভ্যুত্থানে আমরা এ শক্তি দেখেছি। যারা সৃজনশীলতায় বিশ^াসী তারা এ শক্তি উপলব্ধি করতে পারে। সংস্কৃতি সে শক্তির আধার। সৃজনশীল চর্চার মধ্যদিয়ে আমাদের মানুষ গড়ে তুলতে হবে। এ চর্চা না থাকলে দেশে কেবল শামীম ওসমানরাই তৈরি হবে, মানুষ হবে না। দেশটা শামীম ওসমানদের নয় মানুষের, এ বিশ^স ও ভরসা আমাদের রাখতে হবে।
রফিউর রাব্বি বলেন, সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যদিয়ে বিকশিত হয়। পরিবর্তন একটি অনিবার্য প্রক্রিয়া। সভ্যতার ইতিহাস এই পরিবর্তনেরই ইতিহাস, মানুষের ইতিহাস। সংস্কৃতি মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষের দায় মানুষের প্রতি, প্রাণ-প্রকৃতির প্রতি। মানুষই মানুষের পাশে দাঁড়াবে। মানুষ সমস্ত সৃষ্টিকে নিয়েই বাঁচে, মানুষ একা বঁচতে পারে না। মানুষের দায় হচ্ছে সমাজকে, এ বিশ^কে মানুষের বাস-উপযোগী করে গড়ে তোলার কাজে নিয়োজিত থাকা।
অনুষ্ঠানে আবৃত্তি করেন ভবানী শংকর রায় ও ফাহমিদা আজাদ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সংগীত ও নৃত্য পরিবেষণ করা হয়।
আরো পড়ুন
সাংবাদিক তুহিনকে হত্যা : না’গঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নিন্দা
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন স্থগিত
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা
সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
সাংবাদিক তুহিন হত্যায় ফতুল্লা প্রেস ক্লাবের তীব্র নিন্দা
সাংবাদিক হত্যার প্রতিবাদে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের প্রতিবাদ
নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সানির পদত্যাগ
না’গঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটির পরিচিতি সভা
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ন স ন রগ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)। শুক্রবার (৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক বিবৃতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে তারা জানান, সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন।
প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সকল সদস্য উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এন ইউ জে) সকল সদস্য ও নেতৃবৃন্দ।