মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭
Published: 9th, August 2025 GMT
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে জনবল নিয়োগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ আগস্ট থেকে।
পদের নাম ও সংখ্যা—
১. সেপাই
পদসংখ্যা: ১০৫
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে০৭ আগস্ট ২০২৫আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.
(গ) বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি., সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ (বিরাশি) সেমি
(ঘ) ওজন (অন্যূন): পুরুষ ৫০ কেজি; মহিলা ৪৬ কেজি; এবং
(ঙ) অবিবাহিত হতে হবে।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫২. ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ (১ দশমিক ৬৮) মিটার;
মহিলা-৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ (১ দশমিক ৫৭) মিটার;
(গ) বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি;
সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি,
(ঘ) ওজন (অন্যূন): পুরুষ ৫০ কেজি;
মহিলা-৪৬ কেজি; এবং
(ঙ) অবিবাহিত হতে হবে।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন০৬ আগস্ট ২০২৫আবেদনকারীর বয়স—
আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখে সেপাই পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী (প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক) পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ–ডিএ প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি–সম্পর্কিত যেকোনো পরিবর্তন–সংশোধন (যদি থাকে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।
আবেদন শেষ কবে—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি কত—
অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য—
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।
*আবেদনের বিস্তারিত তথ্যর জন্য জানতে এখানে ক্লিক করুন
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য ক পর ক ষ ১ দশম ক র জন য অন য ন আগস ট
এছাড়াও পড়ুন:
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
কয়েকদিন ধরেই লিওনেল মেসির শারীরিক অবস্থা ঘিরে দুশ্চিন্তার মেঘ জমছিল মায়ামির আকাশে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে ইন্টার মায়ামির পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে।
আগামীকাল শুক্রবার ভোরে লিগস কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও পুমাস উনাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে। তবে ম্যাচ শুরুর আগেই হতাশার খবর দিয়েছে ক্লাবটি। মেসির পেশির চোট এখনো সেরে না ওঠায় তাকে রাখা হয়নি দলের স্কোয়াডে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো।
মাশচেরানো বলেন, ‘‘মেসি আগামীকালের ম্যাচে খেলবে না, এটা নিশ্চিত। তবে আমরা এখনো তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে নজর রাখছি। মেডিকেল টিম যা পরামর্শ দিচ্ছে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
আরো পড়ুন:
ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি
মেসি কবে ফিরতে পারবেন সে প্রশ্নে ধোঁয়াশাই রয়ে গেছে। কোচ জানিয়েছেন, যদিও এটি গুরুতর চোট নয়। তারপরও সেরে উঠতে কত সময় লাগবে। তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। “মেসি সাধারণত দ্রুত ফিরে আসে। তার সঙ্গে কথা হয়েছে, সে আত্মবিশ্বাসী। আমরা চাই, সে পুরোপুরি ফিট হয়ে ফিরুক,” যোগ করেন মাশচেরানো।
লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মিশনে ছিলেন মেসি। মাত্র ৭ মিনিটেই ড্রিবলিং করে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান নেকাক্সার দুই ডিফেন্ডার—রাউল সানচেজ ও আলেক্সিস পেনা। তাদের ট্যাকলে মাটিতে পড়ে যান মেসি। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু পারেননি। মাত্র ১১ মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়।
মেসির অল্প সময়ের উপস্থিতিতেই ম্যাচটি রোমাঞ্চকর হয়ে উঠেছিল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। এরপর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয় তুলে নেয় মায়ামি। ফলে নিয়ম অনুযায়ী তারা পায় ২ পয়েন্ট। এর আগের ম্যাচে তারা অ্যাটলাসকে হারিয়েছিল ২-১ গোলে। সব মিলিয়ে লিগস কাপে ২ ম্যাচ থেকে এখন পর্যন্ত ইন্টার মায়ামির সংগ্রহ ৫ পয়েন্ট।
ইন্টার মায়ামি ভক্তদের জন্য এটি দুঃসংবাদ বটে। তবে আশার কথা হলো— মেসির চোট গুরুতর নয় এবং ক্লাবের আশা তিনি দ্রুতই ফিরে আসবেন মাঠে।
ঢাকা/আমিনুল