দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের পরবর্তী সিনেমা ‘ইডলি কাডাই’। তামিল ভাষার এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করছেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করছেন ধানুশ। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কয়েক দিন আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়। সিনেমাটিতে ধানুশকে ইডলি (ইডলি হলো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার) বানাতে দেখা যাবে। ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে ধানুশ জানান, আসলে তিনি শেফ হতেই চেয়েছিলেন। 

আরো পড়ুন:

তামান্না কী আধ্যাত্মিক মানুষ?

ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবন

ধানুশ বলেন, “আমি জানি না কেন, আমার কাছে বারবার শেফের চরিত্রই আসে। আমি রান্না করতে চেয়েছিলাম; আমি শেফ হতে চেয়েছিলাম। হয় তো আমি সেই স্বপ্ন দেখেছিলাম বলেই এখনো এমন চরিত্র পাচ্ছি। ‘জগমে তান্দিরাম’ সিনেমায় পরোটা বানিয়েছি, ‘তিরুচিত্রাবালাম’ সিনেমায় ছিলাম ডেলিভারি বয়। ‘রায়ান’ সিনেমায় ফাস্ট ফুডের দোকান ছিল, আর এই সিনেমায় আমি ‘ইডলি’ বানাই। আমি যখন নিজের জন্য চিত্রনাট্য লিখি, তখনো শেফের চরিত্র লিখি, আবার যখন অন্য পরিচালকরা সিনেমায় কাজের অফার করেন, তখনো এমন চরিত্রই আসে। আমার মনে হয়, এটা ‘ম্যানিফেস্টেশন’-এর জন্যই হচ্ছে।”

ব্যাখ্যা করে ধানুশ বলেন, “আপনি যা ভাবেন, আপনি তাই হয়ে ওঠেন। ম্যানিফেস্টেশনের শক্তি আমাকে আজও অনুসরণ করে যাচ্ছে, আমি অভিনেতা হওয়ার পরেও। তরুণদের উচিত নিজেদের লক্ষ্য সম্পর্কে ভাবা, সেটা যেন তারা ইতোমধ্যেই অর্জন করেছে এমনভাবে কল্পনা করা। তারপর কঠোর পরিশ্রম করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। যে কেউ জীবনে যেকোনো কিছু অর্জন করতে পারে। নিজের লক্ষ্য নিয়ে ধ্যান করুন এবং সেটার পেছনে পরিশ্রম করুন। আমার জীবনে যা ঘটেছে আমি কেবল তাই বলেছি।”

‘ইডলি কাডাই’ সিনেমা প্রসঙ্গে ধানুশ বলেন, “এটি একটি সাধারণ, বিনয়ী সিনেমা। তবে এটি এমন একটি আবেগঘন সিনেমা যা পুরো পরিবার নিয়ে উপভোগ করা যাবে।”

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চর ত র

এছাড়াও পড়ুন:

রাবিতে বহাল থাকছে পূর্ণাঙ্গ শাটডাউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি জানায়, ছাত্র নামক সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ (পূর্ণাঙ্গ শাটডাউন) থাকবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ১৮ গবেষক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে বাসায় ফেরার সময় ছাত্রদের একটি গোষ্ঠী তার গাড়ি আটকে দেয়, জোরপূর্বক তাকে নামিয়ে দিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং অশোভন আচরণ করে। অভিযুক্ত ছাত্ররা তার গাড়ির ওপর টাকা ছুঁড়ে দেয় এবং প্রবেশপথে তালা লাগিয়ে দেন।

তিনি হেঁটে জুবেরী ভবনের দিকে রওনা দিলে সেসময় ছাত্রদের ওই দল তার ওপর এবং তার সঙ্গে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর শারীরিকভাবে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের ‘ছাত্র নামক সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবিলম্বে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা জানান, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এর আগে, রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন চলে। সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

 

ঢাকা/ফাহিম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ