কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার ঘটনায় ন্যায়বিচার দাবিতে মোমবাতি প্রজ্বালন করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকারীর ফাঁসি নিশ্চিতের দাবি জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি নিহত ওই ছাত্রীর ভাইও অংশ নেন।

কর্মসূচিতে অংশ নিয়ে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থীর সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, ‘আজ হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হলেও আমরা ফরেনসিক রিপোর্ট পাইনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো কিছুই জানতে পারিনি। এই বিলম্ব সহপাঠীদের মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। তাই আমরা আজ মোমবাতি প্রজ্বালন কর্মসূচির মাধ্যমে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, দ্রুততার সঙ্গে ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হোক। প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা হোক। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তা না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’

আরেক সহপাঠী নূরানী শেখ বলেন, ‘পুলিশ বলেছিল ১৪ দিনের মধ্যে আমাদের সবকিছু জানাবে। কিন্তু আমরা এখনো এই হত্যার সঠিক কারণ জানতে পারিনি। আমরা এটা নিয়ে অনেকটা হতাশায় আছি। আমরা তদন্তে আশার আলো দেখছি না। এই হত্যাকাণ্ডে যারা যুক্ত তারা যাতে প্রাপ্য শাস্তি পায়, আমরা আজকে সেই দাবি জানাচ্ছি। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুনহত্যার আগে ‘ধর্ষণ করা হয়েছিল’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে১৪ সেপ্টেম্বর ২০২৫

ঘটনার ১৫ দিনের বেশি সময় পার হয়ে গেলেও আলামত জনসমক্ষে না আনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন নিহত শিক্ষার্থীর ভাই। তিনি বলেন, ‘আমার মা ও বোনকে হত্যা করার পর খুনি আবারও বাসায় গেছে। সে কার কার সঙ্গে যোগাযোগ করেছে, কোথায় গেছে, কেউ জড়িত ছিল কি না, সেটাও খতিয়ে দেখা উচিত। আমার ভাই আইনজীবী, আমরা দেখছি কীভাবে মামলাটি ভালোভাবে পরিচালনা করা যায়। সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়, আমরা সেই চেষ্টা করব। বার কাউন্সিলের কেউ যাতে এই আসামির পক্ষে না দাঁড়ান, আমি সব আইনজীবীর কাছে সেই অনুরোধ করব।’

৮ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে নগরের ৩ নম্বর ওয়ার্ডের একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মায়ের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সময় বাসায় শুধু মা ও মেয়ে ছিলেন। ৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বাসায় পৌঁছে মা–বোনকে হত্যার বিষয়টি টের পান তাহমিনা বেগমের দুই ছেলে। ৮ সেপ্টেম্বর এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহতের বড় ছেলে।

এ মামলায় এরই মধ্যে মোবারক হোসেন নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর রাতে এই আসামি কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর হত য ক হত য র

এছাড়াও পড়ুন:

ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২১ সালের অক্টোবর মাস। তাঁর ছেলে আরিয়ান খানকে মুম্বাইয়ের সমুদ্রতটে ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় গ্রেপ্তার করে এনসিবি। এ ঘটনায় দেশজুড়ে শুরু হয় হইচই। ছেলেকে জামিনে মুক্ত করতে তখন শাহরুখ মরিয়া হয়ে ওঠেন। সম্প্রতি জানা গেছে, সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মুকুল রোহতগিকে রাজি করাতে শাহরুখ শুধু ফোনেই থেমে থাকেননি, তিনি রোহতগির স্ত্রীকেও অনুরোধ করেছিলেন। এমনকি তাঁকে আনার জন্য ব্যক্তিগত জেট ব্যবহারের প্রস্তাবও দেন। খবর হিন্দুস্তান টাইমসের

স্ত্রীর কাছে শাহরুখের আবেদন
রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে মুকুল রোহতগি নিজেই স্মৃতিচারণা করেছেন। তিনি বলেন, ‘আমি তখন যুক্তরাজ্যে ছুটিতে ছিলাম। হঠাৎ মিস্টার খানের ঘনিষ্ঠ একজন ফোন করে জানালেন, বোম্বে হাইকোর্টে আরিয়ানের মামলায় তিনি চান আমি লড়ি। আমি তখন ছুটি ছেড়ে আসতে চাইনি। পরে শাহরুখ নিজেই ফোন করলেন। একই কথা বললাম। তখন তিনি বললেন, “আমি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি?”’
রোহতগি জানান, শাহরুখ তাঁর স্ত্রীকে বলেছিলেন, ‘এটা ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।’ এই আবেগঘন অনুরোধে আইনজীবীর স্ত্রী তাঁকে রাজি করান।

আরও পড়ুনজেলে সাড়ে তিন হাজার কয়েদির মধ্যে ছিলেন আরিয়ান২০ মার্চ ২০২৫শাহরুখ খান। এএফপি

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় কারাগার থেকে সেই প্রসূতি ও নবজাতককে হাসপাতালে ভর্তি, জামিন নামঞ্জুর
  • আমিনুলের চিঠি হাইকোর্টে স্থগিত, দেড় ঘণ্টা পর আবার বহাল
  • আইনজীবীর জেরায় জুনায়েদ বললেন, জুলাই আন্দোলনে ষড়যন্ত্রকারী ছিলাম, সত্য নয়
  • গণ–অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না: নাহিদ ইসলাম
  • সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ আর নেই
  • ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, পুরোনো নেতৃত্বেই আস্থা কাউন্সিলরদের
  • ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট
  • ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট
  • ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দেন শাহরুখ