বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি: বাংলাদেশ দূতাবাস
Published: 22nd, September 2025 GMT
বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি বলে জানিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস। সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ–জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ সমার্থক বাক্য শিরোনাম করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে uaevisaonline.
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। uaevisaonline.com ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।
‘দূতাবাস নিশ্চিত করেছে যে ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং/ বাসা নং–এর কোনো অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হবার জন্য অত্র দূতাবাস পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তথ্য–সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হবার অনুরোধ করছে।’
উল্লেখ্য, যথাযথ কর্তৃপক্ষ থেকে নিশ্চিত না করায় সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা–সংক্রান্ত কোনো খবর প্রকাশ করেনি প্রথম আলো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র ত র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে
বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি
ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি
ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ