‘দেশের ছাত্র-ছাত্রীরা এখন নেতৃত্বের পরিবর্তন চায়’
Published: 23rd, September 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘‘ডাকসু ও জাকসু নির্বাচন দেশের মানুষের কাছে বার্তা দিয়েছে, এ দেশের ছাত্র-ছাত্রীরা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং নতুন নেতৃত্বের পক্ষে। দেশের ছাত্র-ছাত্রীরা এখন পরিবর্তন চায়।’’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী-১ নির্বাচনী আসনের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ডোমার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
পাথর চুরির ঘটনায় জামায়াত নেতার নামও এসেছে : রিজভী
সরকার একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে: রফিকুল ইসলাম
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘‘৫৪ বছরের ইতিহাসে যারা দেশ চালিয়েছেন, তারা দুর্নীতিগ্রস্ত। তারা বর্তমান প্রজন্মের আশা ভঙ্গ করেছেন। রাজাকার ইস্যুতে বিভেদ সৃষ্টি করেছেন। অথচ এখন প্রজন্ম স্লোগান দেয়, তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার! বাংলাদেশ জামায়াতে ইসলামী বিবেদ ও হিংসার রাজনীতি বোঝে না। দেশের সকল দলমতের মানুষ আমরা সকলে বাংলাদেশি।’’
জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়; এজন্য আমরা পিআর পদ্ধতির দাবি জানিয়েছি। এটা মানতেই হবে এবং এর আলোকে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা এ বিষয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছি। তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নারী বিদ্বেষী বলে অপপ্রচার চালানো হয়েছিল। অথচ সাদিক কায়েমকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন নারীরাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে বড় হল বেগম রোকেয়া হল, সেখান থেকে সর্বাধিক ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী। ফল ঘোষণার পর মেয়েরা উল্লাস করেছেন। এতে প্রমাণ হয়, এ দেশের ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ সব স্তরের মানুষ পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়।’’
নীলফামারী-১ আসনের পরিচালক অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডোমার উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।
ঢাকা/সিথুন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ইসল ম
এছাড়াও পড়ুন:
আখতারের ওপর আ.লীগের হামলার নিন্দা জানিয়েছে ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতারের উপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
আখতার হোসেনের ওপর হামলা ঘটনায় ডাকসুর নিন্দা
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এ হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এমন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে।
ডাকসু এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে বলে মনে করে বলে জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরো জানানো হয়, আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।
ঢাকা/সৌরভ/মেহেদী