ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
Published: 23rd, September 2025 GMT
ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা গেইট সংলন শাহ্ ফতুল্লা কনভেনশন সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিনের সঞ্চালনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আবুল হোসেন পায়েল,মীর মকবুল হোসেন বাবলু।
এছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিট সদস্য(১ নং) হানিফ মোল্লা,হারনুর রশীদ,আব্বাস উদ্দিন চুন্নু,হজরত আলী,সেলিম, নাঈম, রাসেল,আরিফ প্রধান, শামীম,জাহাঙ্গীর প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন,বর্তমান কিছু দল ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে এবং তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তারা ভণ্ড এবং এই ভণ্ডামি বাংলার সাধারণ মানুষ মেনে নেবে না।
বক্তারা আরো বলেন,সকল নেতা-কর্মী নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশের প্রতীক (ধানের শীষ) এর পক্ষে ভোট চাইতে হবে।
এছাড়া সাধারণ মানুষের মধ্যে সম্প্রদায় ভিত্তিক সহমর্মিতা বৃদ্ধি করতে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গা পুজায় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।একই সাথে এবং নতুন নেতৃত্বদানকারীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান।
তারা আরো বলেন, আগামীর নেতৃত্বে যাতে কোন মাদক ব্যবসায়ী,অপরাধীদের স্থান স্বেচ্ছাসেবক কমিটিতে স্থান না পায়। অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমানে স্বেচ্ছাসেবক দল অনেক বেশী শক্তিশালী।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপস থ ত
এছাড়াও পড়ুন:
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার নিন্দা অন্তর্বর্তী সরকারের
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারাসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
‘এই সময়ে’ প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে, বিভ্রান্তিকর
৩০ আসন চাওয়া নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘অসত্য’: জামায়াত
বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ আক্রমণটি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকদের দ্বারা সংঘটিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করেছিল। জন এফ কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি গেট ও সুরক্ষিত পরিবহনের ব্যবস্থা করা হলেও শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে পথ পরিবর্তন করতে হয়। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি নিরাপত্তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে, যার ফলে প্রতিনিধিদল ঝুঁকির মুখে পড়ে।
ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে দ্রুত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সঙ্গে যোগাযোগ করে। একজন ব্যক্তিকে আটক করা হয়েছে ও বর্তমানে আনুষ্ঠানিক তদন্ত চলছে। এই ঘটনার পর প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধিদলের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার দেশে ও বিদেশে রাজনৈতিক সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের প্রতি তার অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের নিন্দনীয় কাজ সহ্য করা হবে না ও এর বিরুদ্ধে যথাযথ আইনি এবং কূটনৈতিক প্রতিক্রিয়া জানানো হবে।
অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার জন্য তার প্রতিশ্রুতিতে অবিচল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঢাকা/এসবি