রূপগঞ্জে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সেমিনার, ফ্রি চিকিৎসাসেবা ও ওষধ বিতরণ
Published: 23rd, September 2025 GMT
রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সেমিনার, সেবাবঞ্চিত অসহায় ৭ শতাধীক রোগীর মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও প্রাথমিক ওষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে অধ্যাপক ডা.
এসময় মেডিসিন, ডায়াবেটিস, গাইনী, অর্থপেডিকস, শিশু বিশেষজ্ঞ সহ ৬জন বিশেষজ্ঞ ডাক্তার ৭ শতাধীক রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের প্রাথমিক ঔষধ প্রদান করা হয়।
সভায় এএসপি মেহেদী ইসলাম বলেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার করা উচিৎ না। অনেক মানুষ শুধু মাত্র না জানার কারণে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার করে মৃত্যু ডেকে আনে। তাই সামান্য সমস্যায় এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ এন ট ব য় ট ক ব যবহ র
এছাড়াও পড়ুন:
বিকেলের নাস্তায় থাকুক ‘মিষ্টি কুমড়ার স্যুপ’
বিকেল হলেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। শীত-আসি আসি করছে। এমন দিনে বিকেলের নাস্তায় রাখতে পারেন মিষ্টি কুমড়ার স্যুপ। ‘ক্যাজুয়ালি পেকিশ‘ অবলম্বনে জানিয়ে দিচ্ছি রেসিপি।
উপকরণ
কুমড়া: ৫০০ গ্রাম (খোসা ও বীজ ছাড়ানো), মিষ্টি আলু: ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো), পেঁয়াজ: কুচি করা ১টি, রসুন: কুচি করা ৩ কোয়া, মুরগি বা সবজির স্টক: ১ লিটার, ঘন ক্রিম: আধা কাপ, জলপাই তেল: ২ চা-চামচ, লবণ: পরিমাণমতো, সাদা গোলমরিচ: পরিমাণমতো, মরিচের গুঁড়া: সিকি চা-চামচ এবং দারুচিনির গুঁড়া: সিকি চা-চামচ।
আরো পড়ুন:
পাঁচটি উপকরণ দিয়ে তৈরি করা যায় ‘দোসা’
জ্বরের রোগীর জন্য ভালো ‘আনারসের ফ্রাইড রাইস’
প্রথম ধাপ
শুরুতে ওভেন ২২০ সেন্টিগ্রেড বা ৪৩০ ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করে নিন। কুমড়া ও মিষ্টি আলু টুকরা করে কেটে করুন। এবার বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে কাটা টুকরাগুলোর সঙ্গে ১ চা-চামচ জলপাই তেল মিশিয়ে নিন। এক স্তরে ছড়িয়ে দিন। ওভেনে ৩০ মিনিট বেক করুন। হালকা বাদামি রং না হলে আরও কিছুক্ষণ বেক করুন।
দ্বিতীয় ধাপ
ওভেনের টাইমার শেষ হওয়ার প্রায় ৫ মিনিট আগে, একটি ভারী তলার হাঁড়িতে বাকি জলপাই তেলে পেঁয়াজ ও রসুন কম আঁচে নরম করে নিতে হবে। তারপর বেক করা কুমড়া ও মিষ্টি আলু হাঁড়িতে দিয়ে দিতে হবে। এর সঙ্গে একে একে স্টক, লবণ, মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। চুলা বন্ধ করে হাঁড়ির সবকিছু ব্লেন্ডারে ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করুন, যতক্ষণ না স্যুপটি ঘন ও মসৃণ হয়।
সব শেষে ঘন ক্রিম মিশিয়ে দিন। প্রয়োজন হলে আরেকটু লবণ ও গোলমরিচ দিন।
সূত্র: ক্যাজুয়ালি পেকিশ
ঢাকা/লিপি