Samakal:
2025-08-02@20:37:25 GMT

বিএনপি নেত্রীর ওপর হামলা

Published: 12th, February 2025 GMT

বিএনপি নেত্রীর ওপর হামলা

পারিবারিক বিরোধের জেরে গৌরনদীতে অতর্কিত হামলায় তানিয়া আক্তার নামে এক বিএনপি নেত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের চরগাধাতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

তানিয়া আক্তার উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। উপজেলা মহিলা দলের রাজনীতিতে সক্রিয় তিনি। তাঁর অভিযোগ, মঙ্গলবার দুপুরে চরগাধাতলী গ্রামের বাড়ি থেকে হেঁটে বাজারের উদ্দেশে রওনা হন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রিকশায় অপেক্ষায় ছিলেন। এ সময় তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থক মোসা.

ফাতেমা বেগম, তাঁর স্বামী হুমায়ুন কবির সেন্টু রাঢ়ী, ছেলে আল মানসুর রাঢ়ী, ফয়সাল রাঢ়ীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা করে। তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ও গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। 

আহত তানিয়া বলেন, হামলাকারীরা তাঁর প্রতিবেশী। তারা সবাই আওয়ামী লীগ সমর্থক।

এ বিষয়ে হুমায়ুন কবির সেন্টু রাঢ়ী বলেন, ‘তানিয়া ও তাঁর সহযোগীরা আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় আমার স্ত্রী ফাতেমা বেগমকে পিটিয়ে আহত করেছে। আমি থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ নেয়নি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: গ রনদ উপজ ল

এছাড়াও পড়ুন:

শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন টাইগার শার্ক মহড়া। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে চিকিৎসা প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার, ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাটসহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বেরও প্রতীক।’

কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার শার্কে অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ। এসব কার্যক্রম ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল গঠনে সহায়তা করা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও বৃহত্তম যুদ্ধ কমান্ড, যা ভারত-প্রশান্ত মহাসাগরের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অংশীদারদের সঙ্গে কাজ করে।

সম্পর্কিত নিবন্ধ