অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে জয় পেয়েছে লেবার পার্টি। এর সুবাদে টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার ফল ঘোষণার পর নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন আলবানিজ। 

রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় এবং নিজের আসন হারানোর কথা স্বীকার করেছেন।

বিবিসি জানিয়েছে, প্রতিনিধি পরিষদের ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। তাতে দেখা গেছে, লেবার পার্টি পেয়েছে ৮৬ আসন, লিবারেল পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪০ আসন এবং স্বাধীন ও অন্যান্যরা পেয়েছে ১০টি আসন।

শনিবার রাতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে আলবানিজ বলেছেন,“আমার প্রিয় অস্ট্রেলিয়ানরা, আপনার প্রধানমন্ত্রী হিসেবে সেবা করা আমার জীবনের জন্য সবচেয়ে বড় সম্মানের।”

তিনি বলেন, “বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে, অস্ট্রেলিয়ানরা আশাবাদ ও দৃঢ়সংকল্প বেছে নিয়েছে। অস্ট্রেলীয়রা অস্ট্রেলিয়ানদের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে - ভবিষ্যতের জন্য নির্মাণের সময় একে অপরের যত্ন নিচ্ছে।”

লেবার নেতা বলেন, “অস্ট্রেলিয়ার ভবিষ্যতের কথা বলতে গেলে, আমাদের সবারই আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। কারণ আমরা যখন আজ বিশ্বজুড়ে যা কিছু ঘটছে তার দিকে তাকাই। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ গঠনকারী পরিবর্তন এবং আমাদের বুদ্ধিমত্তা ও দক্ষতাসম্পন্ন লোকদের বিবেচনা করে, আসলে অস্ট্রেলিয়ার চেয়ে আপনার পছন্দের জায়গা আর কোথাও নেই।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আলব ন জ

এছাড়াও পড়ুন:

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, ছিলেন জগন্নাথের ১৫ শিক্ষার্থী

রাজধানীর পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই নিরাপদে আছেন। একজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় লালকুঠির ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। ওই ১৫ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তাঁরা নিরাপদে আছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় সাহা জানান, বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ওই ১৫ শিক্ষার্থী। লালকুঠির ঘাট এলাকায় কর্ণফুলী ১৪ লঞ্চ নোঙর করছিল। তখন লঞ্চটি নৌকার কাছাকাছি চলে আসে। ওই সময় নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে লঞ্চের সঙ্গে নৌকার ধাক্কা লাগে। তবে তাঁর আগেই শিক্ষার্থীরা নদীতে ঝাঁপ দেন।

ওসি সোহাগ রানা বলেন, নৌকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ছিলেন। সবাইকে উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ