অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে জয় পেয়েছে লেবার পার্টি। এর সুবাদে টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার ফল ঘোষণার পর নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন আলবানিজ। 

রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় এবং নিজের আসন হারানোর কথা স্বীকার করেছেন।

বিবিসি জানিয়েছে, প্রতিনিধি পরিষদের ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। তাতে দেখা গেছে, লেবার পার্টি পেয়েছে ৮৬ আসন, লিবারেল পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪০ আসন এবং স্বাধীন ও অন্যান্যরা পেয়েছে ১০টি আসন।

শনিবার রাতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে আলবানিজ বলেছেন,“আমার প্রিয় অস্ট্রেলিয়ানরা, আপনার প্রধানমন্ত্রী হিসেবে সেবা করা আমার জীবনের জন্য সবচেয়ে বড় সম্মানের।”

তিনি বলেন, “বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে, অস্ট্রেলিয়ানরা আশাবাদ ও দৃঢ়সংকল্প বেছে নিয়েছে। অস্ট্রেলীয়রা অস্ট্রেলিয়ানদের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে - ভবিষ্যতের জন্য নির্মাণের সময় একে অপরের যত্ন নিচ্ছে।”

লেবার নেতা বলেন, “অস্ট্রেলিয়ার ভবিষ্যতের কথা বলতে গেলে, আমাদের সবারই আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। কারণ আমরা যখন আজ বিশ্বজুড়ে যা কিছু ঘটছে তার দিকে তাকাই। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ গঠনকারী পরিবর্তন এবং আমাদের বুদ্ধিমত্তা ও দক্ষতাসম্পন্ন লোকদের বিবেচনা করে, আসলে অস্ট্রেলিয়ার চেয়ে আপনার পছন্দের জায়গা আর কোথাও নেই।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আলব ন জ

এছাড়াও পড়ুন:

ড্রোন প্রদর্শনীতে তুলে ধরা হলো আওয়ামী লীগ শাসনামলের নানা অপকর্মের চিত্র

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘ড্রোন প্রদর্শনী’র মাধ্যমে আওয়ামী লীগ শাসানমলের নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে প্রদর্শনীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ উপলক্ষে ‘Do you Miss me?’ শীর্ষক এই ড্রোন প্রদর্শনী করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রাত ১১টায় করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করে। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রদর্শনীর সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন ‘৩৬ জুলাই উদ্‌যাপনে’ ড্রোন শো। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবন এলাকায়

সম্পর্কিত নিবন্ধ