এক দশকের বেশি সময় ধরে রহস্যময় এক মহামারির কারণে মেক্সিকো থেকে আলাস্কা পর্যন্ত ৫০০ কোটির বেশি স্টারফিশ মারা গেছে। প্রতিবছর বিপুলসংখ্যক স্টারফিশ মারা যাওয়ার সঠিক কারণ এত দিন অজানা থাকলেও এবার সেই মৃত্যুর রহস্য খুঁজে বের করার দাবি করেছেন বিজ্ঞানীরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার হাকাই ইনস্টিটিউটের সামুদ্রিক রোগ বিশেষজ্ঞ ও পরিবেশবিদ অ্যালিসা গেহম্যান বলেন, মহামারির বিষয়টি সত্যিই বেশ ভয়াবহ। সুস্থ স্টারফিশের বাহু সোজা বেরিয়ে থাকে। ক্ষয়প্রাপ্ত রোগের কারণে তাদের ক্ষত তৈরি হচ্ছে। এতে তাদের বাহু খসে পড়ছে। এই ক্ষতের পেছনে ব্যাকটেরিয়া দায়ী।

স্টারফিশের সাধারণত পাঁচটি বাহু থাকে। কিছু প্রজাতির ২৪টি পর্যন্ত বাহু থাকে। এসব প্রাণীর রং ঘন কমলা থেকে কমলা, বেগুনি, বাদামি ও সবুজ রঙের হয়। ২০১৩ সাল থেকে ব্যাপকভাবে স্টারফিশ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এক দশকের বেশি সময় ধরে চলা এই মহামারিতে স্টারফিশের ২০টির বেশি প্রজাতি ধ্বংস হয়ে গেছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। এখনো এই মহামারি চলছে। মহামারির কারণে সানফ্লাওয়ার নামের স্টারফিশের একটি প্রজাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারি শুরুর প্রথম পাঁচ বছরেই প্রায় ৯০ শতাংশ বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতির স্টারফিশ।

গবেষণার তথ্যমতে, স্টারফিশের মতো শেলফিশকেও সংক্রামিত করে এই ব্যাকটেরিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারার সামুদ্রিক জীবাণুবিদ রেবেকা ভেগা থারবার বলেন, সমুদ্রের একটি গুরুতর রোগ সম্পর্কে দীর্ঘস্থায়ী প্রশ্নের জবাব জানা গেছে। গবেষকদের রোগের কারণ শনাক্ত করতে এক দশকের বেশি সময় লেগে গেছে।

হাকাই ইনস্টিটিউটের বিজ্ঞানী মেলানি প্রেন্টিস বলেন, বিজ্ঞানীরা প্রথমে ডেনসোভাইরাসের ওপর মনোনিবেশ করেন। সেটি আসলে সুস্থ স্টারফিশের দেহে থাকে। কিন্তু অনেক চেষ্টার পরেও কারণ জানা যাচ্ছিল না। সাম্প্রতিক গবেষণায় কোয়েলোমিক ফ্লুইড নামের তরল বিশ্লেষণ করা হয়। সেখানে ভিব্রিও পেকটেনিসিডা ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ