আমি বিবাহিত, বিয়েটা আমার হয়েছে: স্বস্তিকা
Published: 4th, May 2025 GMT
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাখা, পলা পরে ছবি দিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন টলিউডের গুণী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কেননা, বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করে সংসার পেতেছিলেন নায়িকা, এক মেয়ের মা তিনি। কিন্তু সংসারটি টেকেনি। আলাদা থাকছেন তিনি। ডিভোর্সের মামলা ঝুলে আছে কোর্টে। নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে পরিচয় দেন তিনি। অথচ বিয়ের চিহ্ন শাঁখা, পলা কিংবা সিঁদুরও পরেন তিনি।
এর কারণ জানিয়ে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ‘‘আমিতো বিবাহীত, বিয়েটা আমার হয়েছে। এরপরে কি হয়েছে সেটা জানার দরকার নাই। আমাদেরতো শাস্ত্রমতে বিয়ে হয়, কিন্তু শাস্ত্রমতে ডিভোর্স হয় না।’’
স্বস্তিকা মুখার্জি
আরো পড়ুন:
পরম আমার চেয়ে বেশি উত্তেজিত: পিয়া
সত্যিই কি সালমান-শাবনূরের প্রেম ছিল, যা জানালেন ডন
যারা এই ধরনের প্রশ্ন করে স্বস্তিকা তাদেরকে ‘বলদ’ মনে করেন বলে জানান। স্বস্তিকার প্রশ্ন মেয়েকে একবার বিয়ে দেওয়া হলে, সেই মেয়ে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরলেও কি বাবার গোত্র পরিচয় ফিরে পায় কিনা।
স্বস্তিকা বলেন, ‘‘আমি আমার বাবাকে একবার প্রশ্ন করেছিলাম, সোশ্যাল ম্যারেজ যখন হয়, তখন এই যে বাবারা কন্যাদান করে দিলো। কিন্তু সেই বিয়েটা টিকলো না। সেই কন্যা বাড়ি ফিরে আসলো। তুমি কি শাস্ত্রমতে ফেরত নিচ্ছো কন্যাকে? তুমিতো আইনগতভাবে মেয়েকে ফেরত নিচ্ছো। তাহলে কন্যা কি ফেরত এলো, নাকি তুমি যে দান করে দিয়েছিলে সেই দানটাই রয়ে গেলো? আমি কি তখন আমার বাপের বাড়ির গোত্রটা ফেরত পাচ্ছি? শাস্ত্রমতে তো আমার ফেরত আসাটা হচ্ছে না।–বাবা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশিরভাগ সময় রেগে যেত।’’
উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দ করা পাত্র প্রমিত সেনকে। মাত্র দুই বছর টিকেছিল সেই সংসার। ২০০০ সাল থেকেই আলাদা থাকছেন তারা। তবে তাদের ডিভোর্সের মামলা এখনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’
ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’
গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি।
খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা/ইয়াসিন