গত বছরের ৪ ডিসেম্বর মডেল-অভিনেত্রী শোভিতা ঢুলিপালারকে বিয়ে করেন নাগা চৈতন্য। বিয়ের সাড়ে চার মাসের মাথায় গুঞ্জন উঠেছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। মূলত, শোভিতার একটি ছবিকে কেন্দ্র করে জন্ম নিয়েছে গুঞ্জন।

কয়েক দিন আগে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫’-এ যোগ দিয়েছিলেন শোভিতা ও নাগা। তাতে শাড়িতে দেখা যায় শোভিতাকে। এর সঙ্গে মিলিয়ে গহনা পরেন। সিঁথিতে সিঁদুরও দেখা যায়। এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শোভিতার অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা শুরু হয়ে।

সত্যি কি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শোভিতা? এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি শোভিতা কিংবা নাগা। তবে এ দম্পতির ঘনিষ্ঠজন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ খবর সত্য নয়। অদ্ভুত রকমের গল্প তৈরি করা হচ্ছে।

আরো পড়ুন:

হাসপাতালে অজিত কুমার

‘আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, সে দেখতে চাকরানীর মতো’

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও তখন মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন। গত ২৯ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হয় নাগা চৈতন্য ও শোভিতার গায়েহলুদের অনুষ্ঠান। এর মাধ্যমে এ জুটির প্রাক-বিবাহের অনুষ্ঠানের সূচনা হয়। গত ডিসেম্বরে চার হাত এক হয় এই প্রেমিক জুটির।

শোভিতা অভিনীত ‘গুদাচারি’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। এ সিনেমায় শোভিতার অভিনয় দেখে মুগ্ধ হন নাগা চৈতন্যর বাবা নাগা আক্কিনেনি। পরবর্তীতে শোভিতাকে বাড়িতে আমন্ত্রণ জানান নাগা আক্কিনেনি। সেই সাক্ষাতে চলচ্চিত্র ছাড়াও জীবন নিয়ে নানা আলোচনা করেছিলেন বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান শোভিতার শ্বশুর। তবে ২০২২ সালে পারিবারিক একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ করেন শোভিতা-নাগা চৈতন্য। তারপর ডুবে ডুবে ২ বছর জল খেয়েছেন এই যুগল।

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ গ ঞ জন

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাট, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনে ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক বসত বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক ব্যবসায়ীরা।

গত শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী পূর্ব পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কামরুন নাহার শারমিন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, নাসিক ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার কালামের ছেলে মো. সাগর (২৩), মো. জাকির হোসেনের ছেলে কিশোর গ্যং লিডার মো. জিহাদ (২৪) ও বিশেষ পেশার পরিচয়দানকারী মো. শরীফ (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত শুক্রবার সকালে উক্ত বসত বাড়ির পিছনে মাদক সেবন ও ক্রয় বিক্রয় করতে ছিলো। উক্ত ঘটনা দেখে ভুক্তভোগীর স্বামী তাদের মাদক সেবন ও ক্রয় বিক্রয়ে বাধা প্রধান করেন। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

এরই জের ধরে শুক্রবার রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর বাসায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে ৩নং অভিযুক্ত বিশেষ পেশার পরিচয় দিলে ভুক্তভোগী বাসার মেইন গেট খুলে দেয়। 

পরবর্তীতে অভিুক্তরাসহ অজ্ঞাত আরও ২০/২৫ জন কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বাসায় ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৫৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এবং যাওয়ার সময় ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। 

পাশাপাশি এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নিলে প্রাণ নাশের হুমকি প্রধান করে চলে যায় তারা। 
স্থানীয় সূত্রে জানা যায়, পাইনাদী পূর্বপাড়া, সি আই খোলা এলাকায় কিশোর গ্যাংয়ের সেল্ডার দাতা ও মাদক ব্যবসা পরিচালনা করতো চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন।

মাদক মামলায় রতন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। পরবর্তীতে মাদক ব্যবসায়ী রতনের পাইনাদী পূর্বপাড়া, সি আই খোলা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাবেক কাউন্সিলর ওমর ফারুকের এর ঘনিষ্ট সহচর আতাহার আলী এর নাতি সাগর, জিহাদ, শরিফসহ অজ্ঞাতরা মাদক ব্যবসা বীরদর্পে পরিচালনা করে আসছে।

এলাকাবাসী বলছে এক মাদক ব্যবসায়ী জেল হাজতে গেলেও, এখন দেখি নতুন করে সাগর সিন্ডিকেট মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পরিচালনা করে এলাকায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে ছিলাম। অভিযুক্তরা ঘটনার সাথে জড়িত তারা ওই বাসায় গিয়েছিলো। কিন্তু টাকা নেয়ার যে অভিযোগ উঠেছে তার প্রমান এখনো পাইনি। তদন্ত চলমান বলেও জানান তিনি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রদ্ধার আকাশচুম্বী পারিশ্রমিক
  • শিক্ষক সমিতির আন্দোলন: কুয়েটের অচলাবস্থা নিরসন নিয়ে অনিশ্চয়তা
  • গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর ‘উসকানিমূলক’ বক্তব্য প্রত্যাখ্যান কাতারের
  • চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে আপিল শুনানি আজ
  • সিদ্ধিরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাট, থানায় অভিযোগ
  • কুয়েটে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা
  • সাত অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • ১৬ বছর গণমাধ্যমের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে
  • ইসির বক্তব্য একটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে