সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ বিভিন্ন দাবি এবং ক্যাম্পাসে সব ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। তবে তাদের কর্মসূচিতে অধিকাংশই ছিল স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বহিরাগতরা।

রোববার (৪ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়টির বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। পরে তারা একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। তাদের পরিচয় জানতে চাইলে অধিকাংশই কথা বলতে রাজি হয়নি। তবে তাদের একজন জানান, স্থানীয় ছাত্রদল নেতা রাকিনের নেতৃত্বে এসেছেন। আরেকজন বলেন, ‘বিনোদপুর থেকে বড় ভাইয়ের ডাকে মিছিলে এসেছি।’ কিন্তু কোন ইস্যুকে কেন্দ্র করে তারা ছাত্রদলের এ কর্মসূচিতে অংশ নিয়েছেন সেটা তারা বলতে পারেননি।

আরো পড়ুন:

রাবিতে স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার

ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের প্রোগ্রামে অংশ নেওয়া একজন বহিরাগত বলেন, “আমি আমার এক বড় ভাইয়ের নেতৃত্বে এসেছি। রাকিন ভাই আমাকে ডেকেছে। তাই তার সম্মানের খাতিরে এই কর্মসূচিতে যোগ দিয়েছি। এর বেশি কিছু আমি জানি না।”

এটা ছাত্রদলের কিসের প্রোগ্রাম জানতে চাইলে আরেক বহিরাগত বলেন, “আমি কিছুই জানি না। আমি আসতে চাইনি, আমাকে জোর করে ডেকে আনা হয়েছে। সামনের দিনে ডাকলে আর আসব না।”

এদিকে, বহিরাগতদের বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার তারিফ।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে একটি ফেসবুক গ্রুপে তিনি লিখেছেন লিখেছেন, “আজ সকাল থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই বহিরাগত টোকাইরা ছাত্রদলের প্রোগ্রামের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। আমার বন্ধুর সাইকেলটি শহীদুল্লাহ কলা ভবনের গ্যারেজে ছিল। ক্লাস শেষ করে ১২টার দিকে নিচে যেয়ে তার সাইকেলটি আর পায়নি। এর আগেও ছাত্রদলের প্রোগ্রামের দিন ক্যাম্পাস থেকে সাইকেল চুরি হয়েছে। বহিরাগতদের বিষয়ে প্রশাসন কবে সতর্ক হবে?”

বিক্ষোভ সমাবেশে বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের প্রোগ্রামে সবসময় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিট অংশ নেয়, আজও তারা ছিল। তবে সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তারা আমাদের দলের কেউ না। আমাদের বিতর্কিত করার জন্য সবসময় একটি গ্রুপ সক্রিয় রয়েছে। তারা এগুলো করছে।”

কারা বিতর্ক করার জন্য এগুলো করছে বলে মনে করেন-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা নিষিদ্ধ সংগঠন বা গুপ্ত কোনো সংগঠনের কাজ হতে পারে। তারা এসব বহিরাগতদের হাতে কিছু টাকা দিয়ে আমাদের মিছিলে পাঠিয়ে দিচ্ছে এবং আমাদের বিতর্কিত করছে। ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক কূটকৌশল ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটি সাজানো হয়েছে।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.

মো. মাহবুবুর রহমান বলেন, “আমি মনে করি এটি অনাকাঙ্ক্ষিত। তাছাড়া সবসময়ই ক্লাস চলাকালে মিছিল-সমাবেশ করতে নিষেধ করে থাকি। কিন্তু ওরা না জানিয়ে মাইক বাজিয়ে এমনটা করেছে। আমাদের সতর্কবার্তা থাকল, পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাইকেল চুরির বিষয়ে তিনি বলেন, “একজন শিক্ষার্থী অভিযোগ নিয়ে এসেছিল আমার কাছে। তবে সেখানকার সিসিটিভিতে সংযোগ না থাকায় একটু সমস্যা হয়েছে। আমরা সেটা ঠিক করে সমাধানের চেষ্টা করছি।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র আম দ র

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের বিমানবন্দর এলাকায় আঘাত হানলো হুতিদের ক্ষেপণাস্ত্র

ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। রবিবার এ হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দর এলাকার একটি রাস্তা ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে।

ইসরায়েলি পুলিশের একজন জ্যেষ্ঠ কমান্ডার ইয়ার হেটজরোনি সাংবাদিকদের ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে সৃষ্ট একটি গর্ত দেখিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার পাশে ক্ষেপণাস্ত্রটি পড়েছিল। 

হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, “যে আমাদের ক্ষতি করবে, তার সাতগুণ ক্ষতি করা হবে।”

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, বেন গুরিওনে বিমানের উড্ডয়ন এবং অবতরণ পুনরায় শুরু হয়েছে এবং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

তবে, বেন গুরিওনের লাইভ এয়ার ট্র্যাফিক সাইট অনুসারে, ক্ষেপণাস্ত্রের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • এপ্রিলে নির্যাতনের শিকার ৩৩২ নারী 
  • ‘ইনসাফ’-এ ভয়ংকর রূপে মোশাররফ করিম
  • ভয়ংকর রূপে হাজির ‘ইনসাফ’-এর মোশাররফ করিম
  • ভয়ঙ্কর রূপে হাজির ‘ইনসাফ’-এর মোশাররফ করিম
  • ‘ইনসাফ’-এ মোশাররফ করিমের ভয়ঙ্কর রূপ!
  • পকেটে মোবাইল নিয়ে ব্যাটিংয়ে নেমে ভাইরাল এই ক্রিকেটার
  • এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলমের পদত্যাগ
  • সফল জননী চেমন আরার গল্প
  • ইসরায়েলের বিমানবন্দর এলাকায় আঘাত হানলো হুতিদের ক্ষেপণাস্ত্র