বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন সবুজের ঢেউ। সেখানে তিলের আবাদ হয়েছে। ক্ষেতের পাশেই মৌবাক্স বসিয়েছেন মৌচাষিরা। মৌমাছির মাধ্যমে তিলের ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। এতে তিলের উৎপাদন বাড়বে, অন্যদিকে পাওয়া যাবে মধু। সমন্বিত এই পদ্ধতিতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুরের কৃষক ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন।
কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় চলতি বছর গৌরীপুর ইউনিয়নের ঘোষের হাওলায় ৫০ থেকে ৬০ জন কৃষক একটি প্রদর্শনী ব্লকের মাধ্যমে ১০০ বিঘা জমিতে বারি-৪ জাতের তিল চাষ করেন। এ উদ্যোগকে সফল করতে বরগুনা থেকে কয়েকজন পেশাদার মৌচাষি আনা হয়েছে। তারা ক্ষেতের দক্ষিণ পাশে সুইডেনপ্রবাসী আরিফুল ইসলামের বাড়ির পাশের বাগানে ১৩০টি মৌমাছির বাক্স স্থাপন করেছেন। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে খরচ বাদে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ থাকবে কৃষকের। পাশাপাশি মধু বিক্রি করে লাভবান হবেন মৌচাষিরা।
তিল চাষি মো.
কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ উদ্যোগ ভাণ্ডারিয়ার কৃষি খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী বছর এই সমন্বিত চাষ আরও বৃদ্ধি করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা বলেন, মৌবাক্সের মধু থেকে মৌচাষিরা বাড়তি আয় করেন। ক্ষেতে মৌবাক্স স্থাপনে মৌমাছির পরাগায়নের মাধ্যমে ফসলের ১০ শতাংশ ফলন বেশি হয়। এখানে দু’পক্ষই লাভবান হবেন। তাই আগামিতে আরও বেশি জমি এ পদ্ধতিতে ব্যবহারের আওতায় আনা হবে। কৃষক ও মৌচাষিদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ড্রোন প্রদর্শনীতে তুলে ধরা হলো আওয়ামী লীগ শাসনামলের নানা অপকর্মের চিত্র
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘ড্রোন প্রদর্শনী’র মাধ্যমে আওয়ামী লীগ শাসানমলের নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে প্রদর্শনীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘৩৬ জুলাই উদ্যাপন’ উপলক্ষে ‘Do you Miss me?’ শীর্ষক এই ড্রোন প্রদর্শনী করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রাত ১১টায় করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করে। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রদর্শনীর সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন ‘৩৬ জুলাই উদ্যাপনে’ ড্রোন শো। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবন এলাকায়