বগি লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ছাড়ল বনলতা এক্সপ্রেস
Published: 5th, May 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে আড়াই ঘণ্টারও বেশি সময় পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করেছে।
সোমবার (৫ মে) চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় সকাল ৭টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। পরে পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া এই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে আড়াই ঘণ্টারও বেশি সময় অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন। পরে বগিটি তোলার পর সকাল পৌনে ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, “টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলা হয়। পরে সকাল পৌনে ১০টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।”
তিনি বলেন, “বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। অনেক যাত্রী টিকিটের টাকা রিফান্ড করে অন্য গাড়িতে চলে গেছেন। অনেকে আবার অপেক্ষায় ছিলেন। বগি উঠলে তারা বনলতা এক্সপ্রেসেই ঢাকায় যান।”
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইনচ য ত ট র নট
এছাড়াও পড়ুন:
রাজশাহী রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। বগিটি উদ্ধারে কাজ চলছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল সাতটার দিকে রাজশাহী স্টেশনে আসার পর বিকট শব্দ হয়। পরে দেখা যায় ট্রেনটি ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ঘটনাটি ঘটেছে। ‘ঠ’ বগির একটি চাকা ফেটে গেছে। ট্রেনের বগিটি উদ্ধারে তাঁরা কাজ শুরু করেছেন। খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করছেন ট্রেনটি ছাড়তে পারবেন। অন্য আন্তনগর ট্রেনগুলো ছেড়ে গেছে। শুধু চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন আটকে আছে।