রাজশাহীতে বারো রাস্তার মোড়ে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন
Published: 6th, May 2025 GMT
রাজশাহীর দুর্ঘটনাপ্রবণ এলাকা ছোটবনগ্রামের বারো রাস্তার মোড় ভেঙে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৬ মে) নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগর মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা জানান, নগরীর অন্যতম ব্যস্ত সড়ক হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত। এই সড়ক চারলেন বিশিষ্ট। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারো রাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চারলেন বিশিষ্ট সড়কের এটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
বক্তারা আরো জানান, রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে প্রতিমাসে অন্তত ১০-১৫টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোনো ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। তাই আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগে গোলচত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।
এদিকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদকে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু।
আরো পড়ুন:
শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা রাবি ছাত্রদলের, স্ক্রিনশট ভাইরাল
রোডম্যাপ অনুযায়ী রাকসু নির্বাচনের দাবি
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ভূমি অফিস থেকে গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী, শিক্ষার্থী
ও জনপ্রতিনিধিরা। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল হাটের সামনে একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শত শত গাড়ি ও পথচারী পারাপার হয়। আশপাশে স্কুল, মাদ্রাসাসহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। এ ছাড়া গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস ও প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট থাকায় অত্যন্ত ব্যস্ত এ সড়ক। সড়ক ও জনপথ বিভাগ আন্ডারপাস ছাড়াই গুরুত্বপূর্ণ এ সড়কে নির্মাণকাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। তা না হলে বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন– গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া, ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ।