সমর্থকদের জন্য শিরোপায় জিততে চায় ম্যানচেস্টার ইউনাইটেড
Published: 9th, May 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ১৫তম অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ এই দলটাই ইউরোপা লিগে এবারের মৌসুমে অদম্য। যে অ্যাথলেটিকো বিলবাও গোটা মৌসুমে লা লিগায় ১০ গোল হজম করেছিল, তাদেরই সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭টা গোল দিয়েছে রেড ডেভিলসরা।
ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৮ মে) সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। ম্যাচ জয়ের পর ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরিম বলেছেন, ক্লাবটির তাদের সমর্থকদের জন্য এই শিরোপা জয়ে দায়বদ্ধ।
প্রথম লেগে বিলবাওয়ের মাঠ থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে নেমেছিল ইউনাইটেড। প্রথমার্ধে বিলবাওয়ের হয়ে মিকেল জাউরেগিজারের ৩০ গজ দূর থেকে করা গোল তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।
আরো পড়ুন:
ইপিএলে অবনমনের শঙ্কায় থাকা স্পার্সের ইউরোপায় চমক
‘ফুটবল ঈশ্বর আমাদের সঙ্গে নেই’- স্পার্স কোচ
ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব মেসন মাউন্টের। লেনি ইয়োরোর ছোট্ট পাস ধরে প্রতিপক্ষ বক্সে টার্ন করে বুলেট গতির শটে বল জড়ান জালে। ইউনাইটেডের হয়ে এটি তার তৃতীয় গোল হলেও তা ছিল নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গোলেই ধূলিসাৎ হয়ে যায় বিলবাওয়ের ইতিহাস গড়ার আশার প্রদীপ।
বিরতির পর গোলের খেলা আরও জমে ওঠে। ক্যাসেমিরো ও রাসমুস হইলুন্ডের গোলে ব্যবধান বাড়ায় ইউনাইটেড। ম্যাচের ক্লাইম্যাক্সে আবারও আলো ছড়ান মাউন্ট, ৪৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জাল ছোঁয়ান ফাঁকা পোস্টে।
একটি হতাশাজনক মৌসুম থেকে কিছু সাফল্য পাওয়ার সুযোগ এসেছে ইউনাইটেডের। দলটির পর্তুগিজ কোচ আমোরিম বলেন, “এই কঠিন মৌসুমে যে সমর্থন (সমর্থকরা) দিয়েছে, তার জন্য এটি (শিরোপা) আমাদের তরফ থেকে ন্যূনতম প্রতিদান হওয়া উচিত। তবে আমি এখনই ফাইনাল নিয়ে চাপ অনুভব করছি। যদি আপনি জিততে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। আমরা সেখানে পৌঁছাতে পেরে খুশি। দেখা যাক কী হয়।”
ইউনাইটেড এই শিরোপা জেতার অর্থ হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে খেলবে। যারা বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৫তম স্থানে আছে। অনেকটা একই অবস্থা তাদের ফাইনালের প্রতিপক্ষে টটেনহ্যামে হটস্পারেরও। লন্ডনের ক্লাবটি ইপিএল টেবিলের ১৬তম অবস্থানে। অন্যদিকে স্পার্সের সাথে শেষ তিন দেখায় হেরেছে রেড ডেভিলরা।
“আমরা শেষ তিনটি ম্যাচ হেরেছি, তাই এই ম্যাচটি জিততেই পারি। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে দেখবেন সেটা আমাদের জেতার পক্ষ্যেই আছে। উভয় দলই সবটা উজাড় করে খেলবে। দুই কোচের অবস্থা একই রকম। আমি জানি এঞ্জের আরও এক বছর সময় আছে, কিন্তু আমরা দুজনেই সংগ্রাম করছি। আমাদের বুঝতে হবে, একটি ফাইনাল প্রিমিয়ার লিগের থেকে একেবারেই আলাদা।”
টটেনহ্যামের বিপক্ষে ২১ মে বিলবাওয়ের সান মামেসে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইউনাইটেড।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র ফ ইন ল অবস থ ইউর প
এছাড়াও পড়ুন:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ইংরেজি বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৫। কর্মস্থল রাজধানীর বনানীতে। আবেদনকারীদের ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ইংরেজি বিভাগের জন্য পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইউজিসির নীতিমালা অনুসরণ করতে হবে।
নিয়োগ পাওয়া শিক্ষকদের শিক্ষার্থীদের গবেষণা ও পেশাগত উন্নয়নে পরামর্শ দেওয়া, পাঠ্যসূচি উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব প্রদান ও জাতীয়–আন্তর্জাতিক স্বীকৃতি কার্যক্রমে অংশ নেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, সিভি, কাভার লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। রেজিস্ট্রার, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ই–মেইল: [email protected]।
একনজরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরিকর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনাসাপেক্ষ
আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি আবশ্যক। ইংরেজি বিভাগের জন্য পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার। ইউজিসির নীতিমালা অনুসরণ করতে হবে।
আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭৮ ঘণ্টা আগেঅভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়ে অন্তত ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের রীতি: ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। রেজিস্ট্রার, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ই–মেইল: [email protected]।
আরও পড়ুনচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, বেতন স্কেল ১৬,০০০–৫৬,৫০০ টাকা২ ঘণ্টা আগে