যারা চাঁদাবাজ–সন্ত্রাসী, তারা বিএনপির লোক না: শামসুজ্জামান দুদু
Published: 8th, August 2025 GMT
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কিছু দুষ্ট লোক আছে, যাদের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা চাঁদাবাজ-সন্ত্রাসী, তারা বিএনপির লোক না। যারা বাংলাদেশের ক্ষতি করে, তারা বিএনপির লোক না। এদের ধরবেন আর আইনের আওতায় সোপর্দ করবেন।’
আজ শুক্রবার বিকেলে আলমডাঙ্গায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু এ কথা বলেন। আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতাদের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলমডাঙ্গা পৌর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী এই সমাবেশে উপস্থিত হন।
বিএনপিকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রের দল উল্লেখ করে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আমাদের নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতি দিয়েছেন, তা মানুষকে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি এবং স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন। উপজেলা ও পৌর বিএনপির কমিটি থাকা সত্ত্বেও সাবেক নেতাদের আয়োজনের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন বলেন, বিষয়টিকে তাঁরা স্বভাবিকভাবেই দেখছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স র র জন ত উপজ ল
এছাড়াও পড়ুন:
চাকসু: ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
আরো পড়ুন:
গকসু: শেষ সময়ে গানে–স্লোগানে জমে উঠেছে প্রচার
রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুর চারজন এবং হল সংসদের পাঁচজন। তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।”
এদিকে, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হলেও এটি বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আগ্রহী প্রার্থীরা কালও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
মঙ্গলবার দুপুর ২টায় চাকসু নির্বাচন কমিশনের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেওয়া বাকি সিদ্ধান্তগুলো হলো- ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবারসহ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে।
ঢাকা/মিজান/মেহেদী