মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন। এই খবর কেভিন ডি ব্রুইনি নিজের মুখেই দিয়েছেন। তবে বিস্ময়ের সঙ্গে। ম্যানসিটি তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন তিনি। তবে বেলজিয়াম তারকা যে ফুরিয়ে যাননি তার প্রমাণ শেষ কয় ম্যাচেই দিয়েছেন। 

বয়স ৩৩ বছর। শীর্ষ পর্যায়ে আরও অন্তত দুই বছর খেলার সামর্থ্য আছে ডি ব্রুইনির। এমনটাই বিশ্বাস করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার। ক্রমাগত ইনজুরিতে পড়ায় সিটিজেনরা তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না। সৌদি কিংবা যুক্তরাষ্ট্রের কোন ক্লাবেই তার ভবিষ্যত দেখা হচ্ছিল। 

তবে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ব্রুইনিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম দ্য টাইমস দাবি করেছে, ইতালির লিগ জিততে যাওয়া নাপোলি শিবিরে সিটিজেন মিডফিল্ডারকে দেখতে চান অ্যান্তোনিও কন্তে। আগামী মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চান কন্তে। 

নাপোলির আগ্রহের চেয়ে বড় খবর ডি ব্রুইনির প্রতি লিভারপুলের আগ্রহ। সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও দাবি করেছে, ফ্রি এজেন্টে ডি ব্রুইনির মতো মিডফিল্ডার পাওয়া বড় ব্যাপার মনে করছে রেডসরা। ডি ব্রুইনি  যোগ দিলে ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডের অভিজ্ঞতার অভাব পূরণ হবে, সঙ্গে মাঝমাঠ হবে শক্ত; এমনই মনে করছে লিভারপুল। 

এর আগে ডি ব্রুইনিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে ইংলিশ লিগের অ্যাস্টন ভিলা। উনাই এমেরি তার বিষয়ে খোঁজ খবর নিয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। তখন ডি ব্রুইনিকে দলে নেওয়ার দৌঁড়ে ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ার। অ্যাস্টন ভিলার পক্ষ থেকে নাকি বলা হয়েছিল, ম্যানসিটির মতো বেতন দিতে না পারলেও ইউরোপে খেললে শীর্ষ পর্যায়ে থেকে বিশ্বকাপ খেলবে পারবেন ডি ব্রুইনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ফ টবল দলবদল ব র ইন ক

এছাড়াও পড়ুন:

মৃত্যুদণ্ডের আসামিকে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব: পরওয়ার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

‘অনলাইনে গণভোটে ‘না’র পক্ষে প্রচার চালানো হ‌চ্ছে, জাতি তাদের প্রত্যাখান করবে’

এবার দিনের ভোট রাতে হবে না: আমির হামজা

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্খা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে। এখন ভারতের দায়িত্ব মৃত্যুদণ্ডের আসামিকে ফিরিয়ে দেওয়া।’’

গোলাম পরওয়ার বলেন, ‘‘কোনো একজন সরকারপ্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’’

বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘বিগত দিনের সকল গণহত্যা-অপরাধের বিচার এখন সময়ের দাবি।’’

জামায়াত নেতা আরো বলেন, ‘‘কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয়, সেটির উদাহরণ আজকের এই রায়। আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ