ম্যানসিটির বাতিল ডি ব্রুইনিকে নিয়ে লিভারপুল-নাপোলির টানাটানি
Published: 9th, May 2025 GMT
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন। এই খবর কেভিন ডি ব্রুইনি নিজের মুখেই দিয়েছেন। তবে বিস্ময়ের সঙ্গে। ম্যানসিটি তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন তিনি। তবে বেলজিয়াম তারকা যে ফুরিয়ে যাননি তার প্রমাণ শেষ কয় ম্যাচেই দিয়েছেন।
বয়স ৩৩ বছর। শীর্ষ পর্যায়ে আরও অন্তত দুই বছর খেলার সামর্থ্য আছে ডি ব্রুইনির। এমনটাই বিশ্বাস করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার। ক্রমাগত ইনজুরিতে পড়ায় সিটিজেনরা তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না। সৌদি কিংবা যুক্তরাষ্ট্রের কোন ক্লাবেই তার ভবিষ্যত দেখা হচ্ছিল।
তবে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ব্রুইনিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম দ্য টাইমস দাবি করেছে, ইতালির লিগ জিততে যাওয়া নাপোলি শিবিরে সিটিজেন মিডফিল্ডারকে দেখতে চান অ্যান্তোনিও কন্তে। আগামী মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চান কন্তে।
নাপোলির আগ্রহের চেয়ে বড় খবর ডি ব্রুইনির প্রতি লিভারপুলের আগ্রহ। সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও দাবি করেছে, ফ্রি এজেন্টে ডি ব্রুইনির মতো মিডফিল্ডার পাওয়া বড় ব্যাপার মনে করছে রেডসরা। ডি ব্রুইনি যোগ দিলে ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডের অভিজ্ঞতার অভাব পূরণ হবে, সঙ্গে মাঝমাঠ হবে শক্ত; এমনই মনে করছে লিভারপুল।
এর আগে ডি ব্রুইনিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে ইংলিশ লিগের অ্যাস্টন ভিলা। উনাই এমেরি তার বিষয়ে খোঁজ খবর নিয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। তখন ডি ব্রুইনিকে দলে নেওয়ার দৌঁড়ে ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ার। অ্যাস্টন ভিলার পক্ষ থেকে নাকি বলা হয়েছিল, ম্যানসিটির মতো বেতন দিতে না পারলেও ইউরোপে খেললে শীর্ষ পর্যায়ে থেকে বিশ্বকাপ খেলবে পারবেন ডি ব্রুইনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ফ টবল দলবদল ব র ইন ক
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ. লীগের ১৯ নেতাকর্মী কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকাল চার শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূঁইয়া ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অপু রয়েছেন। অন্যরা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
আরো পড়ুন:
বিএনপি নেতার বাড়িতে যাওয়া এসআই প্রত্যাহার
খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি তপন কারাগারে
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালান। এতে সাদ আল আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নামের চার শিক্ষার্থী নিহত হন। এসময় দুই শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হন। ওই ঘটনায় থানায় চারটি মামলা হয়। এসব মামলায় সর্বশেষ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা ২০৭ জনে দাঁড়িয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ